২০তম সিনিয়র হ্যান্ডবল রাজ্য চ্যাম্পিয়নশিপে রোমাঞ্চকর ফাইনাল! চ্যাম্পিয়ন মধ্য ও পশ্চিম কলকাতা

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ তিন দিনের রুদ্ধশ্বাস প্রতিদ্বন্দ্বিতার পর রবিবার শেষ হল ২০তম সিনিয়র পুরুষ ও মহিলাদের হ্যান্ডবল রাজ্য চ্যাম্পিয়নশিপ। ২১ থেকে ২৩ মার্চ পর্যন্ত অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় রাজ্যের বিভিন্ন অঞ্চল থেকে অংশগ্রহণকারীরা তাদের সেরা পারফরম্যান্স প্রদর্শন করেছেন।
মহিলা বিভাগে মধ্য কলকাতা ২১-১০ ব্যবধানে প্রতিপক্ষ জলপাইগুড়িকে হারিয়ে চ্যাম্পিয়নের শিরোপা জেতে। অন্যদিকে, পুরুষদের ফাইনালে উত্তর ২৪ পরগনার বিরুদ্ধে পশ্চিম কলকাতা ২৭-২৬ ব্যবধানে রোমাঞ্চকর জয় অর্জন করে শিরোপা দখল করে।
মহিলা ফাইনালে মধ্য কলকাতার মৌমিতা রায় 'ম্যান অফ দ্য ম্যাচ' নির্বাচিত হন। পুরুষদের ফাইনালে ম্যাচের সেরার সম্মান অর্জন করেন পশ্চিম কলকাতার রমণ।
বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রধান অতিথি জহর দাস এবং সাই হ্যান্ডবল দলের প্রাক্তন প্রধান কোচ অতনু মজুমদার অনুষ্ঠানে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।