আশুতোষ শর্মার ইমপ্যাক্টে হাতছাড়া লখনউয়ের নিশ্চিত জয়! দিল্লি ক্যাপিটালসের আনক্যাপড ক্রিকেটারকে চিনে নিন

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ দিল্লি ক্যাপিটালসের হয়ে আইপিএল ২০২৫-এ প্রথম ম্যাচেই দুর্দান্ত ইনিংস খেলে আলোচনায় এলেন মিডল অর্ডারের ব্যাটসম্যান আশুতোষ শর্মা। সোমবার লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ৩১ বলে অপরাজিত ৬৬ রানের অসাধারণ ইনিংস খেলে দলকে জয় এনে দেন এই ২৬ বছরের ক্রিকেটার। ২০২৫ আইপিএলের নিলামে ৩.৮ কোটি টাকায় ডিসি তাকে দলে নিয়েছিল, যা তার প্রতিভার প্রতি আস্থারই প্রমাণ।
১৫ সেপ্টেম্বর, ১৯৯৮ সালে মধ্যপ্রদেশের রতলামে জন্ম নেওয়া আশুতোষের ক্রিকেট সফর সহজ ছিল না। মধ্যপ্রদেশের দলের হয়ে খেলার সুযোগ হারানোর পর তিনি রেলওয়েজে যোগ দেন এবং সেখানেই নিজের প্রতিভা প্রমাণ করেন। ২০২৩ সালের সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে অরুণাচল প্রদেশের বিরুদ্ধে মাত্র ১১ বলে অর্ধশতক হাঁকিয়ে তিনি নজরে আসেন। তার এই রেকর্ড আইপিএল স্কাউটদের নজর কাড়ে।
আশুতোষ ২০২৪ সালে পাঞ্জাব কিংসের হয়ে আইপিএলে অভিষেক করেন। ওই মরশুমে ১১ ম্যাচে ১৮৯ রান করেন তিনি, স্ট্রাইক রেট ছিল ১৬৭.২৫। ফিনিশার হিসেবে তার সাহসী খেলা দিল্লি ক্যাপিটালসের নজরে আসে এবং ২০২৫ আইপিএলের নিলামে বড় দামে তাকে দলে নেওয়া হয়।
দিল্লির হয়ে প্রথম ম্যাচে 'ইমপ্যাক্ট সাবস্টিটিউট' হিসেবে মাঠে নেমে যখন দল ৬৫/৫ রানে সমস্যায়, তখন অসাধারণ ধৈর্য ও সাহসিকতার সঙ্গে খেলে দলকে জয় এনে দেন তিনি। পাঁচটি চার ও পাঁচটি ছয় মেরে শেষ ওভারে ছক্কা হাঁকিয়ে ম্যাচ শেষ করেন আশুতোষ। ম্যাচের সেরা খেলোয়াড়ের পুরস্কার পেয়ে তিনি সেটি উৎসর্গ করেন তার 'শিখর পাজি'কে, অর্থাৎ শিখর ধাওয়ানকে ইঙ্গিত করেন।
লখনউয়ের বিপক্ষে ম্যাচে আশুতোষ এবং নবাগত বিপ্রজ নিগমের মধ্যে ২২ বলে ৫৫ রানের পার্টনারশিপ ম্যাচের গতি পাল্টে দেয়। তার ব্যাটিং নিয়ে দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক অক্ষর প্যাটেল ভূয়সী প্রশংসা করেছেন এবং ভবিষ্যতে তার কাছ থেকে আরও দুর্দান্ত পারফরম্যান্সের আশা প্রকাশ করেছেন।
টি-২০ ক্রিকেটে ১৮২.৫০-এর বেশি স্ট্রাইক রেট নিয়ে খেলা আশুতোষ শর্মা ২০২৫ আইপিএলেত অন্যতম আকর্ষণীয় আনক্যাপড খেলোয়াড় হিসেবে উঠে এসেছেন। চাপের মুখে তার সাহসী খেলা এবং বড় শট খেলার দক্ষতা দিল্লি ক্যাপিটালসের জন্য অমূল্য সম্পদ, যা মরশুমের বাকি ম্যাচগুলোতেও দলকে সাফল্য এনে দিতে পারে।