দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ভয়ঙ্কর দল নামাবে লখনউ সুপার জায়ান্টস! সম্ভাব্য একাদশ জানুন

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ পুরোনো দলের বিরুদ্ধে খেলতে নামছেন ঋষভ পন্থ। ২০২৫ আইপিএলে লখনউ সুপার জায়ান্টসকে নেতৃত্ব দেবেন পন্থ। রাহুলের পরিবর্তে রেকর্ড সংখ্যক টাকার বিনিময় সঞ্জীব গোয়েঙ্কা্র দলে যোগ দিয়েছেন ঋষভ।
কেএল রাহুল, যিনি আগে লখনউ সুপার জায়ান্টস (এলএসজি)-এর অধিনায়ক ছিলেন, এবার মাঠে নামবেন দিল্লি ক্যাপিটালসের (ডিসি) হয়ে। অন্যদিকে, ঋষভ পন্থ এবার এলএসজি-র হয়ে খেলবেন, আর তাঁর প্রথম ম্যাচই ডিসি-র বিপক্ষে। উল্লেখ্য, পন্থ এবারের নিলামে আইপিএলের সবচেয়ে দামি সাইনিং হয়েছেন। সোমবার সন্ধ্যায় বিশাখাপত্তনমে, ডিসি-র দ্বিতীয় হোম গ্রাউন্ডে শুরু হচ্ছে তাদের অভিযান।
সোমবারের ম্যাচে রাহুল খেলবেন কিনা, তা এখনও নিশ্চিত নয়। ব্যক্তিগত কারণে হয়তো তাঁকে নিজের বাড়ি ফিরতে হতে পারে। তবে মাঠে নামলেও এবার আর তাঁর কাঁধে অধিনায়কত্বের দায়িত্ব নেই। পন্থের "বিধ্বংসী" প্রস্থানের পর যা এখন অক্ষর প্যাটেলের হাতে।
অন্যদিকে, ঋষভ পন্থ এলএসজি-র অধিনায়ক হিসেবে মাঠে নামবেন। বিশাখাপত্তনমে গত বছর যখন পন্থ দুর্ঘটনার পর মাঠে ফিরে আসেন, তখন তাঁকে নায়কের মতো অভ্যর্থনা জানানো হয়েছিল। তবে সোমবারের ম্যাচটি শুধুমাত্র রাহুল ও পন্থের মধ্যেই সীমাবদ্ধ নয়।