কোহলির আরসিবিকে হারাতে শক্তিশালী এই দল নামাবে কেকেআর, সম্ভাব্য একাদশ জেনে নিন

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ আইপিএল ২০২৫ মরসুমের বহু প্রতীক্ষিত উদ্বোধনী ম্যাচে একে অপরের মুখোমুখি হতে চলেছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি)। শনিবার, ঐতিহাসিক ইডেন গার্ডেনে শুরু হবে এই মরসুমের প্রথম ম্যাচ। বৃষ্টির চিন্তা মাথায় নিয়েই দুই দল নিজেদের প্রস্তুতি সেরেছে।
দুই দলেই বড় পরিবর্তন হয়েছে, যার মধ্যে অন্যতম হল নতুন অধিনায়কত্ব। কেকেআরের নেতৃত্বে আছেন অভিজ্ঞ অজিঙ্ক রাহানে, আর আরসিবির ক্যাপ্টেন হিসেবে রয়েছেন রাজত পাটিদার। এই পরিবর্তনের ফলে দুই দলেই বড়সড় প্রভাব পড়েছে। শিরোপা রক্ষার লক্ষ্য নিয়ে মাঠে নামবে কেকেআর, অন্যদিকে আরসিবি চাইবে তাদের অতীতের ব্যর্থতাকে পিছনে ফেলে সফলতার নতুন অধ্যায় শুরু করতে।
একনজরে দেখে নিন কলকাতা নাইট রাইডার্স দলের সম্ভাব্য প্রথম একাদশ।
১. সুনীল নারিন, ২. কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), ৩. অজিঙ্ক রাহানে (অধিনায়ক), ৪. অংকৃষ রঘুবংশী, ৫. ভেঙ্কটেশ আইয়ার, ৬. রিঙ্কু সিং, ৭. আন্দ্রে রাসেল, ৮. রমনদীপ সিং, ৯. হর্ষিত রানা, ১০. বরুণ চক্রবর্তী, ১১. আনরিখ নর্টিয়ে,
ইমপ্যাক্ট প্লেয়ার অপশন- বৈভব অরোরা, অনুকূল রায়, মনীশ পাণ্ডে, লভনিথ সিসোডিয়া
এই রোমাঞ্চকর ম্যাচটি দুই দলের সমর্থকদের জন্য একটি বিশেষ উপলক্ষ হতে চলেছে, যেখানে নতুন নেতৃত্বের অধীনে কেমন পারফরম্যান্স করে দলগুলো, সেটাই দেখার বিষয়।