কলকাতার বিরুদ্ধে বিরাট দল নামাচ্ছে আরসিবি! জেনে নিন সম্ভাব্য একাদশ

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ ১৮ তম আইপিএলের প্রথম ম্যাচেই শক্তিশালী কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি হতে চলেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। বিরাট কোহলির দল ইডেন গার্ডেন্সে জয় দিয়ে টুর্নামেন্ট শুরুর লক্ষ্যে রয়েছে।
নতুন মরসুমে বেশ কিছু পরিবর্তন ঘটেছে আরসিবি দলে। প্রাক্তন নাইট ফিল সল্ট এবার আরসিবিতে। অধিনায়কও নতুন এবারের বেঙ্গালুরু দলে।
অন্যদিকে আন্তর্জাতিক টি টোয়েন্টি থেকে অবসর নেওয়ার পর এই প্রথম টি টোয়েন্টি ম্যাচ খেলতে নামবেন বিরাট কোহলি।
ফিল সল্ট, বিরাট কোহলি, দেবদুত পাডিক্কল, রজত পতিদার (অধিনায়ক), লিয়াম লিভিংস্টোন, জেকব বেটেল, জিতেশ শর্মা (উইকেটকিপার), ক্রুনাল পাণ্ডিয়া, ভুবনেশ্বর কুমার, জশ হ্যাজলউড, যশ দয়াল
ইমপ্যাক্ট প্লেয়ার বিকল্প: রাসিখ সালাম, সুয়াশ শর্মা, স্বপনিল সিংহ, স্বস্তিক ছিকারা