সুনীল ছেত্রীর প্রত্যাবর্তনে ভিন্ন মেরুতে বাইচুং-বিজয়ন

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ ২৫ মার্চ বাংলাদেশের বিরুদ্ধে এশিয়ান কাপ যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে খেলতে নামবে ভারতীয় ফুটবল দল। হামজার বাংলাদেশের বিরুদ্ধে খেলবেন সুনীল ছেত্রী। ইতিমধ্যে মালদ্বীপের বিরুদ্ধে অবসর ভেঙে প্রত্যাবর্তন করে গোলও করেছেন সুনীল ছেত্রী। আর এই বিষয়েই ভারতীয় ফুটবলের দুই কিংবদন্তী দুই ভিন্ন মতা মত জানিয়েছেন।
ইস্টবেঙ্গলের দীপক জ্যোতি সম্মান অনুষ্ঠানে বাইচুং বলেছেন, "আমি আগেও বলেছি এই বিষয় যে সুনিলের ফিরে আসা ভারতীয় ফুটবলের জন্য ভালো সংবাদ নয়, কিন্তু অবশ্যই এটি কোচ এবং ফুটবলারের ব্যক্তিগত সিদ্ধান্ত। কোচের উপরে চাপ ছিল কারণ তিনি ২০২৪ সালে একটি ম্যাচও জেতেননি। আমি তাঁর বিষয়টি বুঝি কিন্তু সিদ্ধান্তটা আমার মতে ঠিক নয়। কারণ দেখুন এশিয়ান যোগ্যতা অর্জন পর্ব এক সপ্তাহের টুর্নামেন্ট নয়, জুলাই ও অক্টোবরেও ম্যাচ রয়েছে। তাই আমি জানিনা যে সুনীল পুরো যোগ্যতা অর্জন পর্ব খেলবেন কি না। সুনীল কলকাতায় বিশ্বকাপ যোগ্যতা অর্জন পর্ব চলাকালীন অবসর নিয়েছিলেন। কাতারের বিরুদ্ধে সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচটি তিনি খেলেননি। রেফারির ভুল সিদ্ধান্তে আমরা হারি। সুনিল খেললে আমরা জিততেও পারতাম।"
এরসঙ্গে বাইচুং যোগ করেছেন, "সুনীল এই বয়সে এশিয়ান কাপ যোগ্যতা অর্জন পর্বের সব ম্যাচ খেলবে কি না আমি জানিনা কিন্তু তাঁর দেশের জন্য ফিরে আসা দারুণ খবর। দেশের জন্য তিনি যা করেছেন তা অস্বীকার করা যাবেনা। আমি সুনীলকে দোষ দেবনা কিন্তু কোচের ভেবে সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল। এটা নেতিবাচক সিদ্ধান্ত আমার মনে হয়েছে।"
এআইএফএফ টেকনিকাল কমিটির চেয়ারম্যান বিজয়ন বলেছেন, "আমার খুব ভালো লাগছে যে সুনীল ফিরে এসেছে। আইএসএলে দুর্দান্ত খেলেছেন, কোচেরও পছন্দ। জুনিয়র ফুটবলারদের জন্যেও ভালো খবর। আইএসএলের সর্বোচ্চ গোলদাতা কেন নেওয়া হবেনা তাঁকে? আমার তো খুবই পছন্দ সুনীল। বাইচুং আর সুনীল যখন একসঙ্গে খেলতেন অসাধারণ বন্ডিং ছিল। আমার সঙ্গেও বাইচুংয়ের মেলবন্ধন ভালো ছিল।"