মোহনবাগানের আইএসএল কাপ জয়ে ক্লাবে চিঠি পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : শনিবার বেঙ্গালুরু এফসিকে এক্সট্রা টাইমে ২-১ গোলে হারিয়ে আইএসএল কাপ জিতেছে মোহনবাগান সুপার জায়ান্ট। মুম্বাই সিটি এফসির পর দ্বিতীয় ক্লাব হিসেবে এক মরশুমে লিগ শিল্ড ও কাপ জিতে কীর্তি গড়ল মোহনবাগান। আর এই জয়ের পর মোহনবাগান ক্লাবে চিঠি পাঠালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মোহনবাগান সচিব দেবাশিস দত্তের উদ্দেশ্যে চিঠিতে মুখ্যমন্ত্রী লিখেছেন, "আইএসএল লিগ শিল্ড জেতার পর, মোহনবাগান আইএসএল কাপও জিতে নিয়েছে। এটি নিঃসন্দেহে জাতীয় পর্যায়ে একটি বড় কীর্তি এবং এই অসাধারণ সাফল্যের জন্য গোটা দল ও ম্যানেজমেন্টকে শুভেচ্ছা জানালাম। এটি আমাদের সকলের কাছে বিরাট গর্বের, যেখানে বাংলার একটি ক্লাব বুঝিয়ে দিয়েছে ভারতীয় ফুটবলের জাতীয় পর্যায়ে আমাদের দাপট কতটা।"
এরপর মুখ্যমন্ত্রী লিখেছেন, "আমাদের সরকার সব সময় খেলাধূলার প্রচারের চেষ্টা করে এসেছে এবং সেই সংক্রান্ত পরিকাঠামোর উন্নয়ন ও বিভিন্ন স্তরের প্রতিভাদের অন্বেষণ করে এসেছে। এই সাফল্য আমাদের অঙ্গীকারের ফসল, তার সাথে খেলোয়াড়দের প্রচেষ্টা ও আদ্যপান্ত মোহনবাগান সমর্থকদের অকৃত্তিম ভালোবাসাও কারণ হিসেবে থেকে যাবে।"
সবশেষে মুখ্যমন্ত্রী লিখেছেন, "আমি হৃদয়ের অন্তঃস্থল থেকে মোহনবাগান ক্লাবের খেলোয়াড়, সাপোর্ট স্টাফ, সদস্য, ম্যানেজমেন্ট ও সমর্থকদের শুভেচ্ছা জানাচ্ছি। এছাড়াও এই গর্বের মুহুর্তকে উপভোগ করা বাংলার অসংখ্য ফুটবল সমর্থকদের শুভেচ্ছা জানাই।"