ইন্ডিয়ান আইডল থেকে আইপিএলে আম্পায়ারিং - অনবদ্য সফর পরাশর যোশীর

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ইন্ডিয়ান আইডল নামটি অনেকেরই জানা। জনপ্রিয় এই রিয়্যালিটি শো থেকে বহু গায়ক তথা সঙ্গীতশিল্পী উঠে এসেছে। কিন্তু এই ইন্ডিয়ান আইডলে লড়া থেকে আইপিএল আম্পায়ারিং করা - এমন অদ্ভুত অথচ অসাধারণ এক সফর পেরিয়েছেন পরাশর যোশী।
ছোট থেকে ক্রিকেট ও গানে নিজেকে মাতিয়ে রেখেছিলেন পরাশর। দীর্ঘদিন খেলেছেন ক্লাব পর্যায়ে। তবে ক্রিকেটের সাথে সঙ্গীতচর্চাও করেছেন নিয়মিত। এরপর নিজের প্রতিভাকে সামনে আনতে ইন্ডিয়ান আইডলে অডিশন দেন, কিন্তু প্রথমবারে নির্বাচিত হননি তিনি। এরপর ২০০৮ সালে প্রতিযোগিতার চতুর্থ সিজনে সুযোগ পান। পরাশর গান করেন জাভেদ আখতার, অনু মালিকদের সামনে। কিন্তু সাফল্য পাননি।
তবে এক প্রতিভায় সাফল্য না পেলেও অপর প্রতিভাকে দমতে দেননি। বয়স বাড়তে থাকায় ক্রিকেটার থেকে নজর ঘোরান আম্পায়ারিংয়ে। ২০১৫ সালে বিসিসিআইয়ের আম্পায়ারদের প্যানেলে নাম আসে পরাশর যোশীর। প্রথমে রঞ্জি ট্রফি সহ ঘরোয়া ক্রিকেটের ম্যাচগুলিতে আম্পায়ারিং করেছেন। গত বছর মহিলাদের আইপিএলে আম্পায়ারিং করেন। আর এই বছ্র ৫ এপ্রিল চেন্নাই সুপার কিংস বনাম দিল্লি ক্যাপিটালস ম্যাচে আম্পায়ারিংয়ে আইপিএল অভিষেক হয় পরাশরের।
তবে গানকে ভুলে যাননি পরাশর। আজও বিভিন্ন জায়গায় স্টেজ পারফর্মেন্স করেন তিনি। তবে আইপিএলে রোহিত, বিরাট, রাসেলদের ম্যাচে আম্পায়ারিং করে নজর কেড়েছেন। এবার পরাশরের লক্ষ্য আন্তর্জাতিক পর্যায়ে আম্পায়ারিং করার, আর তার সাথে গান তো থাকছেই।