চ্যাম্পিয়ন্স লিগে বিদায়ের পর রেফারির উদ্দেশ্যে বিশেষ বার্তা বার্সা কোচ ফ্লিকের

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমি ফাইনালের দ্বিতীয় লেগে বার্সেলোনার অনবদ্য লড়াই সত্ত্বেও অতিরিক্ত সময়ে ৪-৩ গোলে জয় পেয়েছে ইন্টার মিলান। দুই লেগ মিলিয়ে ৭-৬ গোলে বিদায় নিয়েছে বার্সেলোনা।
তবে এই ম্যাচে রেফারির বেশ কিছু সিদ্ধান্ত নিয়ে আলোচনা চলছে, আর তা নিয়ে ম্যাচের পর কথা বলেছেন বার্সেলোনা কোচ হান্সি ফ্লিক। তিনি মনে করছেন, রেফারির এই সিদ্ধান্তগুলি ইন্টারের পক্ষে গিয়েছে।
এই নিয়ে ফ্লিক বলেছেন, "আমি হতাশ, তবে খেলোয়াড়দের বা তাদের পারফর্মেন্স নিয়ে নয়। ওরা চেষ্টা করেছে, আর যা হওয়ার তাই হয়েছে। আমরা ছিটকে গিয়েছি, তবে আগামী বছর আমরা আবার চেষ্টা করব ক্লাব ও তাদের সমর্থকদের খুশি করার।"
এরপর ফ্লিক বলেছেন, "ইন্টার খুব ভালো দল, ওরা খুব ভালো ডিফেন্ড করেছে এবং ওদের ফরোয়ার্ডরা খুব ভালো। ওরা বল পজেশন রেখেছে, ওদের অটোমেটিক মেকানিজম খুব ভালো। আমি রেফারি নিয়ে বেশি কিছু বলতে চাই না, তবে আমার মনে হয় প্রতিটা ৫০-৫০ সিদ্ধান্ত যা রেফারি নিয়েছে সেগুলি ওদের পক্ষে গিয়েছে। এটাই ফুটবল, আপনাকে মেনে নিতেই হবে।"