রোনাল্ডোকে সাহায্য করতে প্রিমিয়ার লিগের এই তারকা ফরোয়ার্ডকে আনতে চাইছে আল নাসের

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : নিজেদের দলকে শক্তিশালী করতে এবার বড়সড় সাইনিং করার চেষ্টা করছে সৌদি আরবের ক্লাব আল নাসের। তাদের প্রাথমিক লক্ষ্য হচ্ছে রিয়াল মাদ্রিদের সুপারস্টার ব্রাজিলীয় উইঙ্গার ভিনিসিয়াস জুনিয়র। তবে ভিনিসিয়াসকে না পেলে ইংলিশ প্রিমিয়ার লিগের এই তারকা ফরোয়ার্ডকে সই করাতে আগ্রহী ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ক্লাব।
একাধিক রিপোর্ট অনুযায়ী, লিভারপুলের ফরোয়ার্ড লুইস ডিয়াজকে সই করাতে চাইছে আল নাসের। ২৮ বছর বয়সী উরুগুয়ের এই ফরোয়ার্ড নিজের সেরা ফর্মে রয়েছে, যেখানে সমস্ত প্রতিযোগিতায় ১৫টি গোল ও ৮টি অ্যাসিস্ট করেছেন।
রিপোর্ট অনুযায়ী, রোনাল্ডোকে চুক্তিবৃদ্ধির প্রস্তাব দিতে চাইছে আল নাসের। এবার আগামী মরশুমের শুরুতে ডিয়াজকে সই করাতে আগ্রহী তারা। যদিও লিভারপুলের সাথে ২০২৭ সাল অবধি চুক্তি রয়েছে ডিয়াজের, তবে বড়সড় ট্রান্সফার ফি দিয়ে ডিয়াজকে আনতে চাইছে আল নাসের।