কলকাতার এই ১১ কোটির প্রাক্তনীর উপর নজর গোয়েঙ্কার লখনউয়ের

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : বড় দাম দিয়ে কিনেছিল কলকাতা নাইট রাইডার্স, কিন্তু তেমন লাভ পায়নি। এবার সেই তারকাকে নিয়ে বাজিমাত করার লক্ষ্যে লখনউ সুপার জায়ান্টস। যদিও এই তারকা এবারের নিলামে অবিক্রিত ছিলেন, কিন্তু এই প্রাক্তন নাইটকে দেখা গিয়েছে লখনউয়ের অনুশীলনে।
তিনি হলেন শার্দুল ঠাকুর। সোশ্যাল মিডিয়ায় লখনউয়ের প্রাক-মরশুম প্রস্তুতিতে দেখা গিয়েছে শার্দুলকে। ফলে জল্পনা তৈরি হয়েছে, তাহলে কি শার্দুলকে খেলাবে লখনউ? যদিও নিলামের অবিক্রিত ক্রিকেটারকে দলে নেওয়াটা নতুন কিছু নয়। রবিবার কলকাতা নাইট রাইডার্স ঘোষণা করেছে, পেসার উমরান মালিক চোটের কারণে ছিটকে যাওয়ায় আর এক পেসার চেতন সাকারিয়াকে দলে নেওয়া হয়েছে। এই চেতন সাকারিয়া আইপিএল নিলামে কোনও দল পাননি, তবুও তিনি নাইটদের প্রস্তুতিতে ছিলেন।
এদিকে লখনউয়েরও কার্যত একই অবস্থা। পেসার মায়াঙ্ক যাদব আইপিএল ২০২৫ এর প্রথমার্ধ খেলতে পারবেন না। তাহলে কি তার জায়গায় নেওয়া হবে শার্দুলকে? বাড়ছে জল্পনা। ২০২৩ সালের নিলামে ১০.৭৫ কোটি টাকায় শার্দুলকে কিনেছিল কলকাতা, কিন্তু ১১ ম্যাচে মাত্র ৭টি উইকেট নিয়েছিলেন তিনি। যার ফলে তাকে ছেড়ে দিয়েছিল। এরপর ২০২৪ মরশুমে চেন্নাই সুপার কিংসে যোগ দিয়েছিলেন শার্দুল, কিন্তু সেখানেও ব্যর্থ। যার ফলে চেন্নাইও ছেড়ে দিয়েছিল। এবার দেখার, শার্দুলকে নিয়ে কি বাজিমাত করবে লখনউ?