মোহনবাগান না কেকেআর? আপনি কোন দিকে? একই দিনে, একই সময়ে দুই জায়ান্টের মেগা ম্যাচ

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক: ফের একবার দ্বিধাবিভক্ত হতেই পারেন শহরের ক্রীড়াপ্রেমীরা। একই দিনে একই সময় মাঠে নামতে চলেছে কেকেআর ও মোহনবাগান। ফলে ক্রীড়াপ্রেমী মানুষেরা কিছুটা হলেও সমস্যায় পড়তে পারেন এদিন।
ইতিমধ্যেই সামনে এসে গিয়েছে আইএসএল ২০২৪-২৫ এর প্লে-অফের সূচি। ৩ এপ্রিল সেমি ফাইনালের প্রথম লেগের ম্যাচ রয়েছে মোহনবাগানের। আগামী ৭ এপ্রিল যুবভারতীতে সেমি ফাইনালের ফিরতি লেগে মাঠে নামছে সবুজ-মেরুন ব্রিগেড। ৩ এপ্রিল ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচ রয়েছে কলকাতা নাইট রাইডার্সের। সেই একই দিনে এবং একই সময়ে মোহনবাগানের প্রথম লেগের সেমি ফাইনাল ম্যাচ। সেটি মোহনবাগানের ঘরের মাঠে না হলেও বাংলার ক্রীড়াপ্রেমীরা দ্বিধাবিভক্ত হতেই পারেন ক্রিকেট নাকি ফুটবল কোন খেলায় চোখ রাখবেন এটা ভেবে।
৭ এপ্রিল ইডেনে আইপিএলের কোনও ম্যাচ নেই। তবে এদিনও সমস্যায় পড়তে পারেন ক্রীড়াপ্রেমীরা। মোহনবাগান যখন যুবভারতীতে সেমি ফাইনালের দ্বিতীয় লেগের ম্যাচ খেলতে নামবে, ঠিক একই সময়ে আইপিএলে দুই জায়ান্ট রোহিতদের মুম্বই ইন্ডিয়ান্স ও ধোনির চেন্নাই সুপার কিংস মুখোমুখি হবে। সুতরাং আগামী মাসে আইএসএল ও আইপিএল ঘিরে সমর্থকদের উন্মাদনা যে তুঙ্গে থাকবে তা বলাই যায়।