ম্যাচের টিকিট থাকলেই ফ্রিতে যাতায়াত! দুর্দান্ত উদ্যোগ চেন্নাই সুপার কিংসের

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : চেন্নাই সুপার কিংসের সমর্থক নেই, গোটা দেশে এমন জায়গা পাওয়া বিরল। আর খোদ তামিলনাড়ুতে চেন্নাই সুপার কিংসকে নিয়ে আবেগ চরমে থাকে। আসন্ন আইপিএলেও দলকে সমর্থন জানাতে ইতিমধ্যেই টিকিট হাউসফুল করে ফেলেছেন সমর্থকরা। সেই সমর্থকদের জন্য এই দুর্দান্ত উদ্যোগ আনল চেন্নাই সুপার কিংস ম্যানেজমেন্ট।
সম্প্রতি চেন্নাইয়ের মেট্রোপলিটন ট্রান্সপোর্ট কর্পোরেশন (এমটিসি) এর সাথে জুড়েছে সিএসকে। সেখানে নতুন একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ম্যাচের টিকিট থাকলে বাসে বিনামূল্যে যাতায়াত করতে পারবেন জনগণ। এতে যেমন জনপরিবহণের উপর ভরসা বাড়বে, তেমন চেন্নাই সুপার কিংসের টিকিট বিক্রিও এক লাফে অনেকটাই বাড়বে। পাশাপাশি সমর্থকদেরও দারুণ সুবিধা হবে।
তবে এখানে রয়েছে কিছু নিয়ম। প্রথমত, এই বিশেষ সুবিধা কেবলমাত্র হোম ম্যাচের দিন ম্যাচ শুরুর তিন ঘন্টা আগে থেকে শুরু হবে। দ্বিতীয়ত, এই সুবিধা শুধুমাত্র পাওয়া যাবে এমটিসির নন-এসি বাসে। যদিও বিষয়টি একেবারে নতুন নয়, এর আগে ২০২৪ সালেও এমটিসির সাথে চুক্তিবদ্ধ হয়ে এমন উদ্যোগ নিয়েছিল চেন্নাই সুপার কিংস।