১৩ বছর বয়সে রাজস্থান রয়্যালস অনুশীলনে তান্ডব চালাচ্ছেন বৈভব সূর্যবংশী! দেখুন ভিডিও

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : এবারের আইপিএলের অন্যতম বড় আকর্ষণ হতে চলেছেন ১৩ বছর বয়সী ব্যাটার বৈভব সূর্যবংশী। বিহারের এই তরুণ ক্রিকেটারকে ১.১০ কোটি টাকায় সই করিয়েছে রাজস্থান রয়্যালস। ঘরোয়া ক্রিকেটে নজর কাড়লেও আইপিএল তাবড় তাবড় নামদের টেক্কা দিয়ে প্রথম একাদশে জায়গা করতে পারবেন বৈভব? নেটে কিন্তু নিজের জাত চেনাচ্ছেন তিনি।
সম্প্রতি রাজস্থান রয়্যালস নিজেদের সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও প্রকাশ করেছে, যেখানে দেখা যাচ্ছে, ব্যাটিং সেশনে একের পর এক বোলারের ডেলিভারি উড়িয়ে দিচ্ছেন বৈভব। মাঠের সর্বত্র ছক্কা-চার হাঁকাচ্ছেন এই ১৩ বছর বয়সী বাঁ হাতি ব্যাটার। আর এমন ব্যাটিং দেখে বৈভবকে প্রথম একাদশে রাখা নিয়ে সওয়াল তুলেছেন ক্রিকেটপ্রেমীরা।
View this post on Instagram
যদিও প্রথম একাদশে সুযোগ পাওয়া কঠিন, তবে বৈভবকে মূলত দলে নেওয়া হয়েছিল ভবিষ্যতের বিনিয়োগ হিসেবে। আর এক্ষেত্রে হেড কোচ রাহুল দ্রাবিড় বড় ভূমিকা পালন করবেন, যিনি তরুণ ক্রিকেটারদের সাথে কাজ করতে সিদ্ধহস্ত। দ্রাবিড় এক সাক্ষাৎকারে জানিয়েছেন, সব ধরণের আধুনিক পরিষেবা দিয়ে বৈভবকে আরও বড় ক্রিকেটার বানানোর প্রয়াসে থাকবেন তারা।