পি সেন ট্রফির ফাইনালে ইস্টবেঙ্গল

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : পি সেন মেমোরিয়াল আমন্ত্রণমূলক প্রতিযোগিতার ফাইনালে উঠল ইস্টবেঙ্গল ক্লাব। সোমবার সল্টলেকের যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মাঠে কালীঘাট ক্লাবকে ৮০ রানে হারায় ইস্টবেঙ্গল।
প্রথমে ব্যাট করতে নেমে অঙ্কিত কুমার ৭৯ (৭৬) ও শুভম দে ৭৪ (৮২) এর দুরন্ত ব্যাটিংয়ের সৌজন্যে ইস্টবেঙ্গল ৫০ ওভারে ২৯০/৮ স্কোর তুলেছিল। কালীঘাটের হয়ে ৩ উইকেট নেন অরুণ চাপরানা।
জবাবে কালীঘাটকে ৩৯.৩ ওভারে ২১০ রানে অল আউট করে দেয় ইস্টবেঙ্গল। ৫ উইকেট নেন ইস্টবেঙ্গলের অয়ন ভট্টাচার্য। দুরন্ত বোলিংয়ের জেরে ম্যাচের সেরা হন তিনি।