বোলার নয় এবার লাঠি হাতে ক্রিমিনাল ঠ্যাঙালেন সৌরভ গঙ্গোপাধ্যায়! কিন্তু কেন?

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক: গ্রেগ চ্যাপেলকে দেখে রেগে লাল সৌরভ! খাঁকি ২’তে পুলিশের ভূমিকায় অভিনয় করলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও।
কদিন আগেই শোনা গিয়েছিল নেটফ্লিক্সের ওয়েব সিরিজ খাঁকি দ্য বেঙ্গল চ্যাপ্টার-এর জন্য শ্যুট করেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। এবার নিজের সোশ্যাল মিডিয়া সাইটে সৌরভ সেই প্রোমো ভিডিও নিজেই শেয়ার করেছেন। দেখা যাচ্ছে, খাঁকির কাস্টিং চলছে। হঠাৎই পুলিশের পোশাক পরে সেখানে উপস্থিত হন সৌরভ গঙ্গোপাধ্যায়। সৌরভের মুখে ডায়লগ, "বাংলাকে নিয়ে শো বানাচ্ছ, আর দাদাকে ডাকলেন না।"
এরপর প্রোমোটিতে দেখা যায় সৌরভকে তাঁর রোল বোঝাতে থাকেন পরিচালক– "আপনি এক সৎ পুলিশ অফিসার, চোখেমুখে সেই রাগ দেখাতে হবে।" শট দিতে শুরু করে সৌরভ। মনে মনে ভাবেন, "রাগ তো অনেক আছে, কাওকে একা মনে করতে হবে" এরপরই দৃশ্যে সেই ফেমাস চেজিং সিন। এরপরই ফুটে ওঠে গ্রেগ চ্যাপেলের চেহারা। তাঁকে দেখে সৌরভ রেগে লাল হয়ে যান।
এরপর দেখা যায় পুলিশ অর্থাৎ সৌরভ পেটাবে অপরাধীকে। লাঠি পেতেই ক্রিকেটের বিভিন্ন শটের নাম নিতে থাকেন মহারাজ। কভার ড্রাইভ, পুল, স্ট্রেট ড্রাইভ এইসব। এরপর পরিচালক শর্ত দেন, এসব ৮ সেকেন্ডে করে দেখাতে হবে। সৌরভের মাথাতেও আসে না কীভাবে তা করে দেখাবেন মাত্র ৮ সেকেন্ডে। তখনই চালানো হয় অভিনেতা জিতের একটি সিন। দেখা যায়, সেটা দেখে বেশ ঘাবড়েই যান বাংলার মহারাজ। খাঁকির জন্য চান অন্য কোনো কাজ। আর তারপরই পরিচালকের সঙ্গে কথা হয় করবেন মার্কেটিং।
আসলে খাঁকি-র প্রোমোশনেই এই ভিডিও। বাংলার গল্প নিয়ে বলা সিরিজে, সৌরভ গঙ্গোপাধ্যায়ের চেয়ে চেয়ে ভালো মুখ আর কেই বা হতে পারে। সৌরভের অভিনয়ের এই ভিডিও কার্যত ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।