সার্বিয়া-রাশিয়া দাঁপানো ডিফেন্ডারে নজর ইস্টবেঙ্গলের

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : গত মরশুমে রক্ষণের দোষে ভালো দল গড়া সত্ত্বেও আইএসএলের নীচের দিকে শেষ করেছিল ইস্টবেঙ্গল। বিশেষ করে দুই বিদেশি ডিফেন্ডার হিজাজি মাহের ও হেক্টর ইয়ুস্তের অত্যন্ত খারাপ পারফর্মেন্স হতাশ করেছিল। এই পরিস্থিতিতে নতুন মরশুমে ভালো বিদেশি ডিফেন্ডার আনতে এবার এই সার্বিয়ান ডিফেন্ডারকে টার্গেট করেছে লাল-হলুদ ব্রিগেড।
৩০ বছর বয়সী সার্বিয়ান ডিফেন্ডার ইভান মিলাডিনোভিচের সাথে প্রাথমিক কথাবার্তা শুরু করেছে ইস্টবেঙ্গলের রিক্রুটাররা। জানা দিয়েছে, ভিডিও কনফারেন্সের মাধ্যমে ইস্টবেঙ্গল কর্তাদের সাথে একপ্রস্থ কথা হয়েছে ইভানের।
বর্তমানে কাজাখস্তান প্রিমিয়ার লিগের ক্লাব টোবোল কোস্টানায়ে খেলছেন ইভান। ২০২৩-২৪ মরশুমে এই ক্লাবের হয়ে জিতেছিলেন কাজাখ সুপার কাপ। মূলত সেন্টার ব্যাক হলেও প্রয়োজনে রাইট ব্যাক পজিশনেও খেলতে সক্ষম ইভান। নিজের কেরিয়ারের অধিকাংশ সময়ে সার্বিয়া ও রাশিয়ার বিভিন্ন ক্লাবে খেলেছেন। যদিও বিষয়টি একেবারে প্রাথমিক পর্যায়ে, তবে ইভানকে আনতে পারে কিনা ইস্টবেঙ্গল, সেটাই দেখার।