এবার টি টোয়েন্টি ক্রিকেটেও ডিক্লেয়ার! নতুন কৌশলে বাজিমাত ইউএই মহিলা দলের

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ টেস্ট ক্রিকেটে কোনও দল অনেক রান করে ফেললে এবং তাদের হাতে ম্যাচ জেতার সময় কম থাকলে আমরা অনেক সময়েই দেখেছি যে ইনিংস ডিক্লেয়ার করতে, কিংবা বৃষ্টির সম্ভাবনা থাকলেও ম্যাচে এগিয়ে থাকা দল ডিক্লেয়ার করে থাকে। তবে টি টোয়েন্টি ক্রিকেটেও ডিক্লেয়ার! এ কীভাবে সম্ভব? হ্যাঁ কিছুটা এমন ঘটনাই ঘটে গেল আন্তর্জাতিক ক্রিকেটে। ডিক্লেয়ার বিকল্প দলের সবাই রিটায়ার্ড হার্ট!
মহিলা টি-২০ বিশ্বকাপ এশিয়া বাছাইপর্বে কাতারের বিরুদ্ধে এক অদ্ভুত কৌশলে বড়সড় জয় তুলে নিল সংযুক্ত আরব আমিরাত (ইউএই)।
প্রথমে ব্যাট করে মাত্র ১৬ ওভারে ১৯২ রান তুলেছিল ইউএই। এরপর হঠাৎ করেই বৃষ্টি সম্ভাবনার কথা মাথায় রেখে তারা তাদের পুরো ব্যাটিং লাইনআপকেই ‘রিটায়ার্ড আউট’ করার সিদ্ধান্ত নেয়, যা টি-২০ আন্তর্জাতিক ম্যাচে এক বিরল ঘটনা।
এই অপ্রচলিত সিদ্ধান্তই পরে তাদের বিশাল জয়ের পথ প্রশস্ত করে। ইশা ওজা নেতৃত্বাধীন দলটি মাত্র ১২ ওভারেই কাতারকে ২৯ রানে অলআউট করে দেয় এবং ১৬৩ রানের বিশাল ব্যবধানে ম্যাচ জিতে নেয়।
ব্যাটিংয়ে ইউএই-র হয়ে দুর্দান্ত ইনিংস খেলেন অধিনায়ক ইশা ওজা। মাত্র ৫৫ বলে ১৯টি চার ও ৫টি ছক্কায় ১১৩ রানের বিরাট ইনিংস খেলেন তিনি। তার সঙ্গে ওপেনার তীর্থা সতীশও ৪২ বলে ৭৪ রান করেন।
১৬ ওভার শেষে কোচ তথা অভিজ্ঞ অলরাউন্ডার আহমেদ রাজার নেতৃত্বে ইউএই টিম ম্যানেজমেন্ট মনে করেছিল, স্কোর যথেষ্ট হয়ে গেছে। যেহেতু টি-২০ তে ‘ডিক্লেয়ার’ করার সুযোগ নেই, তাই দলটি ব্যতিক্রমী সিদ্ধান্ত নেয় — বাকি ব্যাটারদের ‘রিটায়ার্ড আউট’ ঘোষণা করে বল হাতে দ্রুত কাতারকে অলআউট করে বৃষ্টি আসার আগেই ম্যাচ শেষ করে দেয়।
এই জয়ের ফলে এশিয়া বাছাইপর্বে এটি ইউএই-র টানা দ্বিতীয় জয় এবং দলটি এখন সুপার থ্রি পর্বে ওঠার দৌড়ে নিজেদের অবস্থান শক্ত করল।
চমকপ্রদ কৌশল ও দুর্দান্ত পারফরম্যান্স, দুই মিলিয়েই ম্যাচটি এখন ক্রিকেটমহলে আলোচনার কেন্দ্রবিন্দু।