"বিরাট কোহলি আমার প্রিয় ক্রিকেটার": অপারেশন সিদুঁর ব্যাখ্যা করতে ক্রিকেটের উদাহরণ দিলেন ডিজিএমও রাজীব ঘাই

Photo-X
এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ সোমবার ভারতীয় তারকা ক্রিকেটার বিরাট কোহলি টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করেছেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের পর থেকেই গুঞ্জন চলছিল, ৩৬ বছর বয়সী এই ব্যাটার হয়তো টেস্ট ক্রিকেট থেকে বিদায় নেবেন, এবং অবশেষে ১২ মে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি পোস্ট দিয়ে এই সিদ্ধান্ত নিশ্চিত করেন।
সেই একই দিনে ভারতীয় সশস্ত্র বাহিনী একটি সাংবাদিক সম্মেলনে অপারেশন সিদুঁর সম্পর্কিত বিশদ তথ্য তুলে ধরে। সেখানে লেফটেন্যান্ট জেনারেল রাজীব ঘাই ক্রিকেটের উদাহরণ দিয়ে পুরো অপারেশনের ব্যাখ্যা দেন। তিনি জানান, বিরাট কোহলি তাঁর প্রিয় ক্রিকেটার এবং কোহলির অবসরের দিন এই প্রসঙ্গ তোলা গুরুত্বপূর্ণ। পরে তিনি একটি ঐতিহাসিক অ্যাশেজ সিরিজের গল্প শেয়ার করে প্রতিরক্ষা অভিযান ব্যাখ্যা করেন।
রাজীব ঘাই বলেন, “আমার মনে হয় আজ আমাদের সবার ক্রিকেট নিয়ে কথা বলা উচিত। আমি দেখেছি বিরাট কোহলি আজ টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। আমার মতো আরও বহু ভারতীয়ের মতো তিনিও আমার প্রিয় ক্রিকেটার।”
তিনি আরও বলেন, “৭০-এর দশকে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড একটি ঐতিহাসিক অ্যাশেজ সিরিজ খেলেছিল। তখন অস্ট্রেলিয়ার দুজন বিখ্যাত পেসার ছিলেন - জেফ থমসন এবং ডেনিস লিলি। তারা ইংল্যান্ডের ব্যাটিং লাইন-আপ ধ্বংস করে দিয়েছিল। তখন অস্ট্রেলিয়ান সমর্থকদের মধ্যে একটি উক্তি খুবই জনপ্রিয় হয়েছিল - ‘From Ashes to Ashes and from dust to dust, if Thompson doesn’t get here, then Lillee surely must।’ যদি আপনি এই রেফারেন্সটি বোঝেন, তাহলে আমি কী বোঝাতে চাইছি তা বুঝে যাবেন।”
এই রেফারেন্সের মাধ্যমে ঘাই বোঝাতে চেয়েছেন, পাকিস্তান থেকে ছোড়া ড্রোন এবং মিসাইল হামলা ভারত কিভাবে সফলভাবে প্রতিহত করেছে। ব্রিফিংয়ে ভারতীয় বাহিনী জানিয়েছে, পাকিস্তানের বেশ কয়েকটি বিমানঘাঁটির ওপর পাল্টা আক্রমণ চালিয়ে ভারত বড় সাফল্য পেয়েছে এবং তার ছবি ও ভিডিওও শেয়ার করা হয়েছে।