চাপ রয়েছে, সেটাকে এড়াতে পারবেন না! ২৩.৭৫ কোটির ভার নিয়ে চিন্তায় ভেঙ্কটেশ আইয়ার

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আইপিএল ইতিহাসের তৃতীয় সর্বোচ্চ দামী ক্রিকেটার হিসেবে রয়েছেন ভেঙ্কটেশ আইয়ার, যাকে সদ্য আইপিএল মেগা নিলামে ২৩.৭৫ কোটি টাকায় ফিরিয়ে এনেছিল কলকাতা নাইট রাইডার্স। তবে এই বিপুল অর্থের চাপ যে তার উপর থাকবে, সেটা জানিয়ে দিলেন কেকেআরের নতুন সহ অধিনায়ক।
সাংবাদিক বৈঠকে এসে ভেঙ্কটেশ নিজের এই বিপুল দাম নিয়ে বলেছেন, "এই চাপটা থাকবেই, আপনি এটিকে এড়াতে পারবেন না। কিন্তু আইপিএল যখন শুরু হবে, তখন এসবের আর গুরুত্ব থাকবে না। আপনি প্রথম একাদশের সদস্য থাকবেন, দলের একটি অংশ হবেন যাদের লক্ষ্য থাকবে জেতার জন্য।"
এদিকে নতুন মেন্টর ডোয়েন ব্রাভোর সাথে কাজ করা নিয়ে ৩০ বছর বয়সী এই অলরাউন্ডার বলেছেন, "ব্রাভো টি২০ ক্রিকেটের ইতিহাসে সফলতম খেলোয়াড়, তাই উনি নিজের বিস্তীর্ণ অভিজ্ঞতা নিয়ে এসেছেন আমাদের দলে। অভিজ্ঞতার কোনও দাম নেই। উনি এত ম্যাচ খেলেছেন, ওয়েস্ট ইন্ডিজ ও একাধিক ফ্র্যাঞ্চাইজিকে এত ম্যাচ জিতিয়েছেন।"