মেসি না রোনাল্ডো - সেরা কে? নিজের মতামত দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ফুটবল জগতের সব থেকে আলোচ্য বিষয় যেটি, যা নিয়ে কার্যত বিশ্ব দ্বিধাভক্ত, তা হল দুই মহাতারকা লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর মধ্যে কে সেরা? এবার এই নিয়ে নিজের মত জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
লেক্স ফ্রিডম্যানের পডকাস্টে এসে মোদী আর্জেন্টিনার দুই মহাতারকা দিয়েগো মারাদোনা ও লিওনেল মেসিকে সেরা বলেছেন। তিনি মনে করছেন, বর্তমান প্রজন্মের তারকা হলেন লিওনেল মেসি। যেখানে আগের প্রজন্মের কাছে মারাদোনা ছিলেন হিরো। ১৯৮৬ সালে আর্জেন্টিনাকে বিশ্বকাপ জিতিয়েছিলেন মারাদোনা, এদিকে ২০২২ সালে মেসির নেতৃত্বে বিশ্বকাপ পুনরুদ্ধার করে আর্জেন্টিনা।
এই নিয়ে মোদী বলেছেন, "৮০ এর দশকে, একটা নাম যেটা সকলের মুখে ঘুরত, সেটি হল মারাদোনা। সেই প্রজন্মের মানুষদের কাছে, তিনি ছিলেন সত্যিকারের একজন হিরো। যদি আজকের প্রজন্মকে জিজ্ঞেস করেন, তৎক্ষণাৎ তারা মেসির নাম বলবে।"