এবার কলকাতায় দোলের রঙ শুধুই বেগুনি

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক: দেশজুড়ে রঙের উৎসবে মেতে উঠেছেন সকলে। আর শহরে এই মুহূর্তে রয়েছেন কলকাতা নাইট রাইডার্সের ক্রিকেটাররা। টিম হোটেলে জমিয়ে তাঁরা খেললেন হোলি। দোলের দিন বেগুনি রঙে রঙিন কেকেআর পরিবার।
দলের জনপ্রিয় তারকা রিঙ্কু সিং জমিয়ে নাচলেন। হাতে বন্দুক, সামনে উড়ছে আবির, সেখানেই জমিয়ে নাচলেন রিঙ্কু। টিম হোটেলে সুইমিং পুলের সামনে কেকেআরের ক্রিকেটার, সাপোর্ট স্টাফদের জন্য হোলি খেলার আয়োজন করা হয়। সেখানে ঢাক-ঢোলের তালে রীতিমতো আনন্দে নাচ করছিলেন সকলে। কোচ ও অধিনায়ক রাহানে একে অপরকে রং মাখাতেও দেখা গিয়েছে।
কেকেআরের অধিনায়ক রাহানের হাতে বন্দুক তুলে নিতে দেখা গেল। পিচকিরি বন্দুক। তাতে রঙ ভরে সকলকে মাখালেন রাহানে। বিদেশি ক্রিকেটার, সাপোর্ট স্টাফেরাও হাতে তুলে নিলেন পিচকিরি। মেতে উঠলেন রংয়ের উৎসবে।গোটা দলকে দেখা গেল খোশমেজাজে। জমিয়ে খাওয়া-দাওয়া চলল। আইপিএল শুরু হওয়ার আগে ফুরফুরে গতবারের চ্যাম্পিয়নরা।