সুনীল গাভাস্কারের 'স্টুপিড, স্টুপিড' কটাক্ষকেই এবার নকল করলেন ঋষভ পন্থ, দেখুন ভিডিও

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আসন্ন আইপিএলের জন্য বিশেষ বিজ্ঞাপনে মজার কাজ করলেন ভারতের তারকা উইকেটকিপার ঋষভ পন্থ, যেখানে তিনি কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাস্কারের একটি সমালোচনামূলক ধারাভাষ্যর নকল করেছেন। সব থেকে উল্লেখযোগ্য বিষয়, সেই ধারাভাষ্য ছিল পন্থের উদ্দেশ্যেই।
সদ্য বর্ডার গাভাস্কার ট্রফির মেলবোর্ন টেস্টে ঋষভ পন্থের আউট নিয়ে ধারাভাষ্যে সুনীল গাভাস্কার তারকা কিপারের উদ্দেশ্যে ক্ষোভ উগড়ে বলেছিলেন, "স্টুপিড, স্টুপিড, স্টুপিড"। এবার সেই উক্তিরই নকল করলেন পন্থ। যদিও পুরোটাই ছিল মজার ছলে।
Rishabh Pant recreating the 'Stupid, Stupid, Stupid!' of Sunil Gavaskar. ????pic.twitter.com/JhrK34luWh
— Mufaddal Vohra (@mufaddal_vohra) March 17, 2025