ক্রিকেট নয়, টেনিস কোর্টে বিল গেটসকে 'ক্রেনিস' খেলা শেখালেন শচীন তেন্ডুলকর

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি বিল গেটসকে টেনিস কোর্টে আউট করছেন শচীন তেন্ডুলকর! কী চমকে গেলেন? টেনিস খেলায় আবার আউট কীভাবে? টেনিস কোর্টে গড অফ ক্রিকেট করছেনই বা কী? ক্রেনিস খেলাটিও বা কেমন খেলা?
সব প্রশ্নের উত্তর দিলেন মাস্টারব্লাস্টার। সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেন শচীন তেন্ডুলকর। বিল গেটসের সঙ্গে কোলাবোরেশনে সেই ভিডিওতে দেখা যায় টেনিস কোর্টে বিল গেটস এবং শচীন তেন্ডুলকর দুজনেই টেনিস খেলার জন্য প্রস্তুত। কিন্ত বিল গেটস খেলা শুরু করতেই দেখা যায় যে শচীন ক্রিকেট খেলার মতো টেনিস বলে শট মারছেন।
বিল গেটস এই বিষয় শচীনকে জিজ্ঞেস করলে মাস্টারব্লাস্টার বলেন এই খেলাটি হল ক্রেনিস, কিছুটা ক্রিকেট কিছুটা টেনিস। নতুন এই খেলায় বিল গেটসকে ক্রিকেটীয় ভঙ্গীতে আউটও করেন শচীন। যদিও এরপর বিল গেটসকে ক্রেনিসের রুলবুক থেকে নিয়ম বোঝান শচীন।
শুধু তাই নয় ক্রিকেট ব্যাট হাতে বিল গেটসকে ক্রিকেটও শেখান শচীন। চার-ছয়ের বন্যা বইয়ে দেন বিল অন্যদিকে আউট করেন শচীনকে। সবশেষে দুজনকে বিখ্যাত ভাডা পাও খাওয়ারও খেতে দেখা যায়।
মজাদার এই ভিডিওটিতে শচীন তেন্ডুলকর ফাউন্ডেশন এবং গেটস ফাউন্ডেশনের বিশেষ উল্লেখ দেখা যায়। তাদের এই ফাউন্ডেশনের প্রচারেই এই বিশেষ ভিডিও বলে মনে করছেন অনেকেই৷