বিশেষ ভাবে সক্ষম ক্রিকেটারদের স্বপ্নপূরণের মঞ্চ: চাকদা স্টেডিয়ামে নদিয়া বনাম পুরুলিয়া ফাইনাল

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ বিশেষ ভাবে সক্ষম ব্যক্তিদের ক্রিকেট খেলায় যুক্ত করার স্বপ্ন দেখেছিলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার অজিত ওয়াদেকার। তার সেই স্বপ্ন আজ বাস্তবায়নের পথে হাঁটছে ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেট অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়া। এই অ্যাসোসিয়েশনের ছত্রছায়ায় থেকে বাংলার প্রতিভাবান বিশেষ ভাবে সক্ষম ক্রিকেটারদের এগিয়ে নিয়ে যেতে গঠন করা হয়েছে ওয়েস্ট বেঙ্গল দিব্যাঙ্গ ক্রিকেট অ্যাসোসিয়েশন। সংগঠনের অন্যতম মুখ অভিজিৎ বিশ্বাস, যার লক্ষ্য শুধুমাত্র ক্রিকেট আয়োজন নয়, বরং মানুষের সহযোগিতা ও সমর্থনের মাধ্যমে এই প্রতিভাবান খেলোয়াড়দের স্বপ্নপূরণ করা।
এই লক্ষ্যকে সামনে রেখে আগামী ১ এপ্রিল নদিয়ার চাকদা স্টেডিয়ামে আয়োজিত হতে চলেছে এক রোমাঞ্চকর ২০ ওভারের ক্রিকেট ফাইনাল। যেখানে মুখোমুখি হবে নদিয়া ফাইটার্স ও পুরুলিয়া প্যান্থার্স। শারীরিক প্রতিবন্ধকতাকে হারিয়ে মানসিক দৃঢ়তা আর ক্রিকেট দক্ষতার এক অনন্য প্রদর্শনী দেখাতে প্রস্তুত দুই দলের ২২ জন খেলোয়াড়।
বাংলায় বিশেষ ভাবে সক্ষম ক্রিকেটের নতুন দিগন্ত
এর আগে সোদপুরের এইচবি টাউন মাঠে বাংলার মুখোমুখি হয়েছিল মহারাষ্ট্রের বিশেষ ভাবে সক্ষম ক্রিকেট দল। সেই ম্যাচে দুই দলের ক্রিকেটাররা তাদের অসাধারণ পারফরম্যান্স দিয়ে সকলকে মুগ্ধ করেছিলেন। উপস্থিত দর্শক ও ক্রীড়াবিদরা স্বীকার করে নিয়েছেন, বিশেষ ভাবে সক্ষম এই ক্রিকেটারদের খেলা কোনো অংশে সাধারণ খেলোয়াড়দের চেয়ে কম নয়, বরং অনেক ক্ষেত্রেই তাদের মানসিক দৃঢ়তা এবং প্রতিভা তুলনাহীন।
ওয়েস্ট বেঙ্গল দিব্যাঙ্গ ক্রিকেট অ্যাসোসিয়েশনের সেক্রেটারি অভিজিৎ বিশ্বাস জানিয়েছেন, শ্রদ্ধেয় অজিত ওয়াদেকার স্যারের জন্মদিন উপলক্ষে এই বিশেষ ম্যাচটির আয়োজন করা হয়েছে। এটি এই মরসুমের শেষ টুর্নামেন্ট, তাই এটিকে আরও বড় পরিসরে আয়োজন করার পরিকল্পনা নেওয়া হয়েছে। তিনি আশাবাদী যে সকলের সহযোগিতা ও সমর্থন পেলে এটি বিশেষ ভাবে সক্ষম খেলোয়াড়দের জন্য আরও উজ্জ্বল ভবিষ্যতের দ্বার খুলে দেবে।
ফাইনালের দুই দলের স্কোয়াড
নদিয়া ফাইটার্স
(কোচ: বিবেক সিনহা)
দীপঙ্কর মল্লিক (C)
সমরেশ বিশ্বাস (VC)
দেবাশিস সাধুখান
তপন বৈরাগী
অভিজিৎ বিশ্বাস
সুব্রত ঘোষ
সুমন দে
ফারুক আবদুল্লাহ (WK)
রেতম সরকার
রাকেশ মধু
নীলাদ্রি ভৌমিক
সৌম্যজিৎ দাস
কিরি দাস
পুরুলিয়া প্যান্থার্স
(কোচ: অলোক বৈরাগী)
সুকুমার মাহাতো (C) (WK)
বিমল মাহাতো
মহেশ শ (VC)
অনিকেত ঘোষ
বিপুল সিং
পূর্ণব ওরাও
শুভজিৎ মন্ডল
শিবসাগর গিরি
বিরাজ ভুনিয়া
কমল সরকার
সরোজ কুমার শ
প্রেম ধীবর
প্রশান্ত
মানসিক শক্তি ও ক্রিকেটের জয়গান
বিশ্ববিখ্যাত লেখক শেন ই. ব্রায়ান একবার বলেছিলেন –
"আমার কোনও অক্ষমতা নেই, আমার একটা প্রতিভা আছে! অন্যরা হয়তো এটাকে অক্ষমতা হিসেবে দেখবে, কিন্তু আমি এটাকে একটা চ্যালেঞ্জ হিসেবে দেখব। এই চ্যালেঞ্জটা একটা উপহার, কারণ এর থেকে বেরিয়ে আসার জন্য আমাকে আরও শক্তিশালী হতে হবে এবং এটি কীভাবে ব্যবহার করতে হয় তা বুঝতে আরও বুদ্ধিমান হতে হবে।"
বাংলার বিশেষ ভাবে সক্ষম এই ক্রিকেটাররা নিজেদের প্রতিভা ও মানসিক শক্তির মাধ্যমে প্রমাণ করছেন যে সীমাবদ্ধতা শুধুমাত্র দেহের হতে পারে, মনের নয়। আগামী ১ এপ্রিল চাকদা স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ফাইনাল ম্যাচ শুধু একটি খেলা নয়, বরং সাহস, পরিশ্রম এবং সংকল্পের এক অনন্য উদাহরণ হয়ে থাকবে।