বড় ভাই ভারতকে হারানোর হুঙ্কার জামালের, শিলংয়ের পরিকাঠামোয় অসন্তুষ্ট জাভিয়ের

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : মঙ্গলবার শিলংয়ে ভারতের বিরুদ্ধে নামার আগে প্রচন্ড আত্মবিশ্বাসী বাংলাদেশ দল। হামজা চৌধুরীর আগমণের পর খানিকটা শক্তিশালী হয়েছে বটে বাংলাদেশ, কিন্তু ২২ বছরের খরা কাটিয়ে এবার বড় দাদা ভারতকে হারানোর বার্তাই দিলেন কোচ জাভিয়ের কাবরেরা ও অধিনায়ক জামাল ভুঁইয়া।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিজেদের প্রস্তুতি নিয়ে জাভিয়ের বলেছেন, "আমরা অনেক দিন ধরে প্রস্তুতি সারছি, তাই আমরা আত্মবিশ্বাসী এবং আশা করছি খুব কঠিন হবে ম্যাচটা। আমরা জানি যে ভারতের বিরুদ্ধে আমাদের রেকর্ড খুব একটা ভালো নয়। আমরা হয়ত জিততে পারিনি, কিন্তু এই বার আমরা প্রচন্ড আত্মবিশ্বাসী। মানসিকভাবে আমরা প্রত্যেকে তৈরি।"
এদিকে জামাল মনে করছেন, সেরা দল নিয়ে ভারতের বিরুদ্ধে নামছে তারা। তিনি বলেছেন, "র্যাঙ্কিং নিয়ে আমরা ভাবছি না। আমাদের লক্ষ্য হল জেতা। এবারের দলটা সেরা দল। হামজা আমাদের দলে আসায় আমাদের শক্তি বেড়েছে। বড় ভাইয়ের বিরুদ্ধে সবাই জিততে চাই, আমরাও তাই চাই। প্রতিটা ম্যাচের চাপের হয়, কিন্তু এই ম্যাচ জিততেই হবে আমাদের।"