আইপিএল অভিযান শুরুর আগে নাইটদের পেপটক দিলেন কিং খান

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক: শহরে পা দিয়েই কিং খান দেখা করলেন দলের ক্রিকেটারদের সঙ্গে। নতুন মরশুমের যাত্রা শুরুর আগে দলকে শুভেচ্ছা শাহরুখ খানের।
আইপিএলের উদ্বোধনী ম্যাচের আগেই কলকাতায় হাজির শাহরুখ। শনিবার ইডেন গার্ডেন্সে আরসিবির বিরুদ্ধে আইপিএল ২০২৫ অভিযান শুরু করছে কেকেআর। উদ্বোধনী ম্যাচের আগে জাঁকজমকপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠানে বলিউড তারকাদের পারফর্ম করার কথা। অনুষ্ঠান সঞ্চালনা করার কথা বলিউডের বাদশারও। শাহরুখ সেই মতো উদ্বোধনী ম্যাচের আগের দিনই কলকাতায় চলে আসেন।
শহরে পা দিয়েই কিং খান দেখা করেন দলের ক্রিকেটারদের সঙ্গে। তাঁদের মনোবল বাড়ানোর চেষ্টা করেন। নতুন ক্রিকেটারদের দলে স্বাগত জানান এবং অধিনায়ক অজিঙ্কা রাহানেকেও উদ্বুদ্ধ করেন। সোশ্যাল মিডিয়ায় কেকেআরের পোস্ট করা ভিডিওতে দেখা যায় যে, শাহরুখ নাইট তারকাদের প্রত্যেকের সঙ্গেই সৌজন্য বিনিময় করেন। খেলোয়াড়দের আন্তরিকতার সঙ্গে আলিঙ্গন করেন প্রত্যেককে। রিঙ্কু সিংকে চুমুও দেন তিনি। বাদ যাননি বিদেশি তারকারাও। সব মিলিয়ে প্রথম ম্যাচের আগে কিং খানের উপস্থিতি বাড়তি অক্সিজেন নাইটদের জন্য তা বলাই যায়।