ওপেন করতে পাঠানো মেন্টর গৌতম গম্ভীরকে মিস করছেন সুনীল নারিন

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক: সুনীল নারিন নাইট শিবিরের পুরনো সদস্য। অতীতে কেকেআরের হয়ে ওপেনিংয়ে দেখা গিয়েছিল নারিনকে। গত মরসুমে গম্ভীর তাঁকে ওপেনার হিসেবে ব্যবহার করেছিলেন। এ বার নারিন জানিয়েছেন, গম্ভীরকে তিনি এই মরসুমে মিস করবেন।
আইপিএলে ওপেনিংই পছন্দ সুনীল নারিনের। তবে দল যেখানে চাইবে, সেখানে ব্যাট করতেও প্রস্তুত তিনি। কলকাতায় এক ইভেন্টে তিনি জানিয়েছেন, ওপেনিং স্লট তাঁর পছন্দের। মেন্টর গম্ভীরকে নিয়ে নারিন বলেন, “গৌতম গম্ভীরকে মিস করব। ও অত্যন্ত সফল। বুদ্ধিমত্তার সঙ্গে আমাদের স্ট্র্যাটেজি বলে দিত।”
নারিন আরও বলেছেন, “আইপিএল এখন আর সহজ নয়। প্রতিটা দলই প্রত্যেক ম্যাচ জিততে চায়। ক্রীড়াবিদ হিসেবে আমি বরাবর চ্যালেঞ্জ উপভোগ করি। দলের গড় বয়স অনেক বেশি হলেও অভিজ্ঞতাই সম্পদ।”
কলকাতা নাইট রাইডার্স নিয়ে কথা বলার মধ্যেই নারিন জানিয়েছেন, কলকাতায় তাঁর প্রিয় খাবার বাটার চিকেন। কলকাতা আসার পর প্রথম দিন থেকে তিনি বাটার চিকেন খান।