রোহিত শর্মার প্রত্যাবর্তন নয়, হার্দিক পান্ডিয়ার অনুপস্থিতিতে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক সূর্যকুমার যাদব

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হিসেবে হার্দিক পান্ডিয়া এক ম্যাচের নিষেধাজ্ঞার কারণে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ২০২৫ আইপিএল-এর প্রথম ম্যাচে খেলতে পারবেন না। তাঁর পরিবর্তে সূর্যকুমার যাদব দলকে নেতৃত্ব দেবেন। ভারতের জাতীয় টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে সূর্যকুমার সম্প্রতি ইংল্যান্ডের বিপক্ষে ৪-১ ব্যবধানে সিরিজ জিতিয়েছেন, তবে ব্যাট হাতে তিনি খুব একটা ছন্দে ছিলেন না। পাঁচ ম্যাচে মাত্র ৩৮ রান করতে পেরেছেন।
"সূর্য ভারতকেও নেতৃত্ব দেয়। আমি না থাকলে তিনিই সঠিক পছন্দ," মুম্বাই ইন্ডিয়ান্সের প্রাক-মরসুম সাংবাদিক বৈঠকে বলেন পান্ডিয়া।
মুম্বইইয়ের প্রধান কোচ মহেলা জয়াবর্ধনে জানান, গত মরসুমে তাঁর নেতৃত্বাধীন দলের তিনবার স্লো ওভার রেটের কারণে বিসিসিআই পান্ডিয়াকে এক ম্যাচের নিষেধাজ্ঞা দিয়েছে।
২০২৪ আইপিএলে মুম্বই ভালো পারফরম্যান্স করতে পারেনি। পান্ডিয়ার অধিনায়কত্বে দলটি মাত্র ৪টি ম্যাচ জিতে ১০টি ম্যাচ হেরেছিল এবং পয়েন্ট টেবিলের একেবারে তলানিতে ছিল। তিনি রোহিত শর্মার পরিবর্তে অধিনায়ক হয়েছিলেন।
মুম্বই ইন্ডিয়ান্সের অন্যতম গুরুত্বপূর্ণ বোলার জশপ্রীত বুমরাহর ফেরার সময়সীমা সম্পর্কে স্পষ্ট কোনো তথ্য দেননি জয়াবর্ধনে। তিনি বলেন, "বুমরাহর অনুপস্থিতি বড় চ্যালেঞ্জ হতে চলেছে। তিনি বিশ্বের সেরা বোলার।"
বুমরাহ বর্তমানে বেঙ্গালুরুর বিসিসিআই সেন্টার অফ এক্সিলেন্সে পিঠের চোট থেকে সেরে উঠছেন। কয়েকটি ম্যাচ মিস করতে পারেন তিনি। "বুমরাহ এনসিএ-তে রয়েছে, আমাদের বিসিসিআই-এর আপডেটের জন্য অপেক্ষা করতে হবে। এখনও পর্যন্ত ভালোই উন্নতি হচ্ছে," বলেন জয়াবর্ধনে।
জানুয়ারিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিডনিতে অনুষ্ঠিত চূড়ান্ত টেস্ট ম্যাচের পর থেকে বুমরাহ প্রতিযোগিতামূলক ক্রিকেট থেকে বাইরে রয়েছেন। দ্বিতীয় ইনিংসে বল করতে না পারায় ভারত ১৬২ রানের লক্ষ্য রক্ষা করতে ব্যর্থ হয় এবং সিরিজ ৩-১ ব্যবধানে হারে।
মুম্বই শিবিরে অভিজ্ঞতার ভরসা
হার্দিক পান্ডিয়া মনে করেন, বুমরাহ ড্রেসিংরুমে থাকলে তা দলকে সাহায্য করবে। এপ্রিলের প্রথম সপ্তাহে তিনি মুম্বই শিবিরে যোগ দিতে পারেন।
"আমি ভাগ্যবান যে আমার সঙ্গে তিনজন অভিজ্ঞ অধিনায়ক রয়েছেন - রোহিত, সূর্য এবং বুমরাহ। যখনই প্রয়োজন হয়, তারা আমার পাশে থাকেন," বলেন পান্ডিয়া।