চিপকে মাহির সাজানো মঞ্চে চর্চায় অটোচালকের ছেলে ভিগনেশ

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক: চেন্নাইয়ের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে কেরলের তরুণ স্পিনার ভিগনেশ পুথুরকে ডেবিউ করিয়েছে মুম্বই। তারকা ব্যাটার রোহিত শর্মার জায়গায় ইমপ্যাক্ট সাব হিসেবে ফিল্ডিং করানো হয়েছে ভিগনেশ পুথুরকে। এরপরে তাঁকে বল করানো হয়। সেখানেই চমক।
২৩ বছর বয়সী ভিগনেশ পুথুর কেরলের মালপ্পুরমের বাসিন্দা। অভিষেক ম্যাচেই নিজের কামাল দেখিয়েছেন তিনি। প্রথম আইপিএল ম্যাচেই তাঁর ঝুলিতে এসেছে ৩ টি উইকেট। আর সবথেকে বড় বিষয় হল, সিনিয়র স্তরের কোনও ডোমেস্টিক ম্যাচ না খেলেই তাঁর আইপিএলে অভিষেক হল তাঁর।
ভিগনেশ পুথুরের বাবা পেশায় একজন অটোচালক। তরুণ এই স্পিনার কেরলের জন্য অনূর্ধ্ব-১৪ এবং অনূর্ধ্ব-১৯ স্তরে খেলেছেন। স্কাউটসে তিনি মুম্বই ইন্ডিয়ান্সের নজরে আসেন। গত বছর কেরালা ক্রিকেট লিগে অ্যালেপ্পি রিপলস-এর হয়ে খেলার সময় তিনটি ম্যাচে ২টি উইকেট নিয়েছিলেন ভিগনেশ। এর পাশাপাশি তামিলনাড়ু ক্রিকেট লিগেও অংশগ্রহণ করেছিলেন ভিগনেশ।
পেরিন্থালমান্নায় নিজের জলি রোভার্স ক্রিকেট ক্লাবের হয়ে দুর্ধর্ষ খেলার পর কেসিএল টি২০ টুর্নামেন্টে সুযোগ পান। এরপর মেগা নিলামে মুম্বই ইন্ডিয়ান্স তাঁকে দলে নেয়। আর মাত্র ৪ ওভারে মাত্র ৩২ রান দিয়ে ৩টি উইকেট নিয়েছেন তিনি। ২৪ বছর বয়সি ক্রিকেটার ম্যাচ শেষে পেলেন ধোনির বাহবা।