এই ম্যাচে রাসেল ভালো কিছু করবে: ভরত অরুণ

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ ২০২৫ আইপিএলের প্রথম ম্যাচে আরসিবির বিরুদ্ধে পরাজয়ের পর রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে জয়ের লক্ষ্যে কলকাতা নাইট রাইডার্স দল। প্রথম ম্যাচের ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে ফিরে আসার বার্তা নাইট বাহিনীর। মঙ্গলবার কেকেআর বোলিং কোচ ভরত অরুণ সাংবাদিক সম্মেলনে জানালেন দলের নাইট শিবিরের আপডেট।
আরসিবি ম্যাচ নিয়ে কথা বলতে গিয়ে ভরত অরুণ বলেন। "আসলে, প্রথম ম্যাচ নিয়ে আমরা দল হিসেবে খুব বেশি চিন্তিত নই। প্রথম ম্যাচ জেতা সবসময় ভালো, এতে গতি আসে। তবে প্রথম ম্যাচ থেকে অনেক ইতিবাচক দিক পাওয়া গেছে। কিছু শিক্ষাও রয়েছে। এটি প্রথম ম্যাচ, তাই এমনটা হওয়া স্বাভাবিক। আমরা শেষের দিকে উইকেট না হারালে আরও রান করতে পারতাম। আর হ্যাঁ, আপনি যাই করুন না কেন, বোলিং আরও ভালো করার সুযোগ সবসময় থাকে। তবে আমি মনে করি, এই দলটি এইনিয়ে খুব বেশি উদ্বিগ্ন নয়। আমরা আগের ম্যাচ থেকে শিক্ষা নিয়ে আরও ভালো করার চেষ্টা করব।"
রাসেলের সম্পর্কে ভরত অরুণ বলেন, "খেলাধুলা মানেই হলো ব্যর্থতা। খেলাধুলায় আপনি যতবার সফল হন, তার চেয়ে বেশি ব্যর্থ হন। তবে অবশ্যই, রাসেলের মতো একজন চ্যাম্পিয়ন খেলোয়াড়ের জন্য আগের ম্যাচের ব্যর্থতা হয়তো মাথায় আছে এবং সে প্রতিটি ম্যাচে নিজেকে প্রমাণ করার চেষ্টা করে। আমরাও আশা করছি, এই ম্যাচে রাসেল ভালো কিছু করবে। সে আমাদের জন্য অসাধারণ ব্যাটিং করেছে এবং টুর্নামেন্টের আগের ম্যাচগুলোতেও ভালো ব্যাটিং করেছে। তাই আমরা তার ফর্ম নিয়ে খুব একটা চিন্তিত নই।"
পিচের বিষয় কেকেআর বোলিং কোচ বলেন, "পিচ সবসময়ই ভালো ছিল। এই মুহূর্তে পিচ ভালো দেখাচ্ছে। আমরা এখনও পিচটি ভালোভাবে দেখিনি। কিন্তু পিচ ভালো দেখাচ্ছে। পরিবেশও দুর্দান্ত। আউটফিল্ডও আমাদের জন্য সত্যিই ভালো মনে হচ্ছে। আমরা আশা করছি, ম্যাচটা দারুণ হবে। তবে সঠিকভাবে পিচ সম্পর্কে জানতে হলে কালকে ভালোভাবে দেখতে হবে।"
আসামের মানুষদের প্রতি সম্মান জানিয়ে ভরত বলেছেন, "আসাম আমাদের দ্বিতীয় ঘর, গুয়াহাটি। আমরা কলকাতা থেকে খুব বেশি দূরে নই, একই ভাষায় কথা বলি। তাই আমাদের জন্য এটি দ্বিতীয় বাড়ির মতো। আমাদের পরিকল্পনা হলো ম্যাচ জয় করা।"
তবে নির্দিষ্ট কোনও ব্যাটার নন, কেকেআর ভাবছে গোটা দল নিয়ে। এই বিষয় তিনি বলেন, "এখানে প্রতিটি দলেরই অসাধারণ ব্যাটার রয়েছে। একজনকে টার্গেট করে লাভ নেই। পুরো দলকে মাথায় রেখে আমরা কৌশল তৈরি করি।"