এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ আইপিএল ২০২৪ এর সবচেয়ে আলোচিত দুটি নাম হল রোহিত শর্মা এবং হার্দিক পান্ডেয়া । একজন ভারতীয় টি টোয়েন্টি দলের অধিনায়ক আরেকজন সহ অধিনায়ক। তবে ২০২৪ আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্স দলে দুজনের ভূমিকা ছিল ঠিক উলটো। সেখানে অধিনায়ক ছিলেন হার্দিক এবং সহ অধিনায়ক রোহিত। আর মুম্বই ফ্র্যাঞ্চাইজির এই সিদ্ধান্তেই বদলে যায় সব পরিস্থিতি। একই দলের হয়ে খেলার পরেও মাঠে একে অপরকে এড়িয়ে যেতে দেখা যায় ভারতের দুই সুপারস্টারকে। আইপিএলের প্রত্যেকটি মাঠে হার্দিককে শুনতে হয় 'বুউউ' স্লোগান। তবে মুম্বইয়ের নীল জার্সি বদলে ভারতের নীল জার্সি পরতেই একে অপরের প্রিয় বন্ধু হয়ে উঠলেন।
রবিবার পাকিস্তানের বিরুদ্ধে ধুন্ধুমার ম্যাচে ভারতীয় দল ৬ রানে জয়লাভ করে। মাত্র১২০ রান ডিফেন্ড করতে নেমে বুমরাহ, সিরাজ, অক্ষর প্যাটেলদের পাশাপাশি দুর্দান্ত বোলিং করেন হার্দিক পান্ডেয়া। ব্যাট হাতে রান না পেলেও বল হাতে ৪ ওভারে মাত্র ২৪ রান দিয়ে ২টি উইকেট নেন হার্দিক।
-
অন্যদিকে পাকিস্তানের বিরুদ্ধে এই দুর্দান্ত জয়ের পিছনে রোহিত শর্মার নেতৃত্ব এবং তাঁর ম্যাচের মাঝে সিদ্ধান্তো বড় ভূমিকা পালন করে।
রবিবার হার্দিকের বলে শাদাব আউট হতেই রোহিত শর্মা দৌড়ে এসে হার্দিককে জড়িয়ে ধরেন। রোহিত-হার্দিকের একে অপরকে এই আলিঙ্গনই হাজারও তর্ক বিতর্ক, সমালোচনা ধুয়ে মুছে সাফ করে দেয়। এই দৃশ্যই দেখার অপেক্ষায় ছিল গোটা ভারতবাসী। ভারতীয় দলের প্রতিটি খেলোয়াড় একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে যাবে এবং বিশ্বজয় করবে। সেই স্বপ্নই এবার সফলের চেষ্টায় ভারতের অধিনায়ক এবং সহ অধিনায়ক।