ফাইনালে ফেভারিট ভারত, তবে চাপ দেবে নিউজিল্যান্ড, বার্তা সৌরভ গাঙ্গুলির

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : রবিবার চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে মুখোমুখি হবে ভারত ও নিউজিল্যান্ড। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে হওয়া এই ম্যাচে ভারতকে এগিয়ে রাখলেও নিউজিল্যান্ড বেগ দেবে, এমনটাই মনে করছেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। ২০০০ সালের নকআউট ট্রফির ফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে হার আজও মনে রয়েছে সৌরভের।
রেভস্পোর্টজ কনক্লেভে এসে সৌরভ বলেছেন, "এই মুহুর্তে ভারতের সব থেকে কঠিন প্রতিপক্ষ নিউজিল্যান্ড। ওদের ব্যাটিং আর স্পিন বোলিং যথেষ্ট ভালো। কিন্তু আমার মনে হয় ভারতের ব্যাটিং অনেক বেশি শক্তিশালী। আমাদেরও খুব ভালো স্পিনার রয়েছে। ভারত ফেভারিট। তবে এটাও বলে রাখি, ফাইনালে কেউ ফেভারিট হয় না।"
এদিকে সাদা বলের ক্রিকেটে ভারতের দুর্দান্ত সাফল্যে খুশি হলেও টেস্ট ক্রিকেটের পারফর্মেন্স আরও ভালো করতে হবে ভারতীয় দলকে, সেটা জানিয়েছেন সৌরভ। ২০২৩ বিশ্বকাপ, ২০২৪ টি২০ বিশ্বকাপ ও ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি - তিনটি আইসিসি ইভেন্টের ফাইনালে উঠেছে ভারত। কিন্তু সদ্য নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে টেস্ট সিরিজে হোয়াটওয়াশে হার থেকে বর্ডার-গাভাস্কার ট্রফিতে হার - এই দুই সিরিজে হার চিন্তায় রেখেছে সৌরভকে।
এই নিয়ে সৌরভ বলেছেন, "সাদা বলের ক্রিকেটে এটি একটি দুর্দান্ত কৃতিত্ব। কটা দল এমন করতে পারে? তবে আমার মনে হয় লাল বলের ক্রিকেটে দলকে আরও ভালো করতে হবে। এই বিষয়টা দেখতে হবে রোহিতের দলকে।"