ইউক্রেনে সামরিক হামলার প্রতিবাদে ফিফা গেম থেকে সরল সমস্ত রাশিয়ান দল

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ইউক্রেনে সামরিক আগ্রাসনের প্রতিবাদে ইতিমধ্যেই রাশিয়াকে বিভিন্ন ক্ষেত্র থেকে সরানোর প্রক্রিয়া করে চলেছে সংস্থাগুলি। এবার এই বিষয়ে বড় পদক্ষেপ নিল জনপ্রিয় ভিডিও গেম সংস্থা ইএ স্পোর্টস।
ইএ স্পোর্টস নিজেদের সমস্ত ফিফা ভিডিও গেম সিরিজ থেকে রাশিয়ার জাতীয় দল এবং ঘরোয়া লিগ ও তার দলগুলিকে সরিয়ে নিয়েছে।
এই নিয়ে ইএ স্পোর্টস নিজেদের এক বিবৃতিতে জানিয়েছে, "ইএ স্পোর্টস সকল ইউক্রেনিয়ান মানুষের পাশে রয়েছে এবং ফুটবল বিশ্বের বাকিদের মত, আমরাও শান্তির বার্তা জানাই এবং ইউক্রেনে এই হামলার শেষ চাই।"
এরপর ইএ স্পোর্টস লিখেছে, "আমাদের পার্টনার ফিফা ও উয়েফার সাথে সহযোগিতা করে, ইএ স্পোর্টস রাশিয়ান জাতীয় দল ও সমস্ত রাশিয়ান ক্লাবকে ইএ স্পোর্টসের ফিফা প্রোডাক্ট থেকে সরানোর প্রক্রিয়া শুরু করেছে।"
বলা বাহুল্য, গত কয়েক দিন আগে ফিফা ও উয়েফা সিদ্ধান্ত নিয়েছে, আসন্ন বিশ্বকাপে খেলতে পারবে না রাশিয়া, এবং ইউরোপিয়ান প্রতিযোগিতা থেকে সমস্ত রাশিয়ান ক্লাবগুলিকে সরানো হয়েছে।