এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : এএফসির কোচিং লাইসেন্সের সর্বোচ্চ পর্যায় অর্থাৎ প্রো লাইসেন্স ডিপ্লোমা কোর্স পূরণ করলেন ভারতের ১২ জন প্রশিক্ষক।
এই তালিকায় উল্লেখযোগ্য নাম অবশ্যই প্রাক্তন ফুটবলার আরাতা ইজুমি, গৌরমাঙ্গি সিং ও স্টিভেন ডায়াস। বর্তমানে এফসি গোয়ার সহকারী কোচের দায়িত্ব পালন করছেন গৌরমাঙ্গি, অন্যদিকে জামশেদপুর এফসির সহকারী কোচের ভূমিকায় রয়েছেন স্টিভেন। আরাতা ইজুমি রিলায়েন্স ফাউন্ডেশন্স ইয়ং চ্যাম্পসের প্রাক্তন হেড কোচ ছিলেন। এমনকি, ভারতের প্রাক্তন ফরোয়ার্ড রমন বিজয়নও পেয়েছেন প্রো লাইসেন্স, যিনি এর আগে চেন্নাইন এফসির সহকারী কোচ ছিলেন।
এছাড়া যারা এএফসি প্রো লাইসেন্স পেলেন, তারা হলেন প্রিয়া পিভি (গোকুলাম কেরালা ও অনুর্ধ্ব-১৭ ভারতীয় মহিলা দলের প্রাক্তন হেড কোচ), সাজিদ ইউসুফ ধার (ভারতের যুব দলের প্রাক্তন কোচ), কায়েটানো পিনহো, গুম্পে রিমে (শিলং লাজংয়ের প্রাক্তন গোলকিপার কোচ), শামিল চেম্বাকাথ (হায়দরাবাদ এফসির সহকারী কোচ), শুভেন্দু পান্ডা (অনুর্ধ্ব-১৯ ভারতীয় পুরুষ দলের কোচ), থেক্কারা পুরুষোথামান (কেরালা ব্লাস্টার্সের সহকারী কোচ) এবং ইয়ান ল (দিল্লি এফসির হেড কোচ)।