Photo- GettyImage
এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ বয়স তাঁর ৫৮ বছর, কিন্তু বক্সিং রিংয়ে নামলে তিনি এখনও ১৮ বছরের তরুণ। ১৯ বছর পর পেশাদার বক্সিংয়ে প্রত্যাবর্তন করলেন মাইক টাইসন। প্রতিপক্ষ ২৭ বছর বয়সী ইউটিউবার জেক পল। যদিও টাইসন ভক্তরা ম্যাচ শেষে হতাশই হলেন। কারণ প্রায় একপাক্ষিক লড়াইয়ে ম্যাচটি জিতলেন জেক পল। স্কোরবোর্ড জেকের পক্ষে ৮০-৭২, ৭৯-৭৩ এবং ৭৯-৭৩।
বয়স যে মাইক টাইসনের লড়াইয়ের একটি বড় বাঁধা হয়ে উঠবে তা একপ্রকার আন্দাজ করাই যাচ্ছিল। আর ঘটলও তেমনই ঘটনা। ৯৭টি ঘুষি মারার চেষ্টা করেন টাইসন, যেখানে মাত্র ১৮বার সফল হন তিনি। অন্যদিকে ২৭৮ বারের চেষ্টায় ৭৮টি ঘুষি মারতে সফল হন জেক পল। টাইসন প্রথম দুই রাউন্ডে এগিয়ে থাকলেও জেক পল গোটা ম্যাচে আধিপত্য বিস্তার করেন।
যদিও ম্যাচ হারলেও মাইক টাইসন জিতেছেন ২০ মিলিয়ন ডলার। ভারতীয় মুদ্রায় ১৬৮ কোটি ৯৫ লক্ষ টাকা। অন্যদিকে জেক পল জিতেছেন ৪০ মিলিয়ন ডলার। আশি হাজার সমর্থকের উপস্থিতিতে এই হাইভোল্টেজ ম্যাচটি আয়োজিত হয় যা নেটফ্লিক্স ওটিটি প্ল্যাটফর্মে সম্প্রচারিত হয়।