এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ দেশের যেকোনো স্টেডিয়ামে, যেকোনো পরিস্থিতিতে মোহনবাগান ফুটবল দল খেলতে নামলে গ্যালারির দিকে তাকালে শুধু দুটো রঙই দেখতে পাবেন সবুজ এবং মেরুন। আর কানে ভেসে আসবে মোহনবাগান সম্পর্কিত সুন্দর সুন্দর চ্যান্ট, গান, স্লোগান। ২০১৫-১৬ সাল থেকে মোহনবাগান গ্যালারি সাজিয়ে তোলার দায়িত্ব নিয়েছে মেরিনার্স বেস ক্যাম্প, মোহনবাগানের আল্ট্রাস গ্রুপ। এবার তাদের নতুন উদ্যোগ 'বিটস অফ বাগান'!
মূলত মোহনবাগানকে ঘিরে বেস ক্যাম্পের বানানো যাবতীয় চ্যান্ট, স্লোগান, গানগুলি নিয়েই একটি জমজমাট অনুষ্ঠানের আয়োজন করতে চলেছে সবুজ-মেরুন আল্ট্রাসরা। সাথে থাকবে ব্যান্ড প্রোগ্রাম, কুইজ কম্পিটিশন এবং আরও অনেক কিছু।
'বিটস অফ বাগান' অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন মোহনবাগান দলের তরুণ তারকা দীপ্পেন্দু বিশ্বাস। থাকবেন বাগানের বাজপাখি শিল্টন পাল। এছাড়াও থাকবেন মোহনবাগান ক্লাবের সাথে যুক্ত একাধিক স্বনামধন্য ব্যক্তিত্বরা।
মোহনবাগান সমর্থকদের মধ্যে আল্ট্রাস সংস্কৃতি ছড়িয়ে দিতেই এই বিশেষ উদ্যোগ বেসক্যাম্প সদস্যদের। বর্তমানে মোহনবাগান সুপার জায়ান্টের খেলা থাকলেই মাঠে হাজার হাজার খুদে সমর্থক, মহিলা সমর্থকদের উপস্থিতি দেখা যায়। ভবিষ্যত প্রজন্মের কাছে সবুজ-মেরুন ব্রিগেডের সোনালী ইতিহাস পৌঁছে দিতেই অভিনব এই উদ্যোগ মোহনবাগান সমর্থকদের।
১৬ নভেম্বর শোভাবাজার রাজবাড়িতে হবে এই অনুষ্ঠান। খবর অনুযায়ী, ইতিমধ্যেই 'বিটস অফ বাগান'-এর সমস্ত টিকিট সোল্ড আউট।