এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : এই মুহুর্তে রাজনৈতিক ও কূটনৈতিকগত দিক থেকে ইজরায়েলকে নিয়ে চাপানউতোর চলছেই। এবার ফুটবল মাঠে সেই ইজরায়েলকে নিয়ে ঘটল বড় বিতর্ক। বৃহস্পতিবার উয়েফা নেশনস লিগের ম্যাচে মুখোমুখি হয়েছিল ফ্রান্স ও ইজরায়েল। আর সেই ম্যাচ চলাকালীন হাতাহাতিতে জড়িয়ে পড়েন দুই দেশের সমর্থকরা।
যদিও এই সমস্যার ইঙ্গিত মিলেছিল ম্যাচের কয়েক দিন আগে থেকেই। প্যারিসে ইজরায়েল জাতীয় দলের আসা নিয়ে বিক্ষোভ শুরু করেছিলেন স্থানীয় মানুষ। এবার ম্যাচের মাঝেই ঘটল বিপত্তি।
ঠিক কী হয়েছিল? ম্যাচের আগে ইজরায়েলের জাতীয় সঙ্গীত বাজার সময় ফরাসি সমর্থকরা বাঁশি বাজাতে শুরু করে। ম্যাচে গোলপোস্টের পিছনে একাধিক ইজরায়েলের সমর্থকদের দেখা যায় গায়ে জাতীয় পতাকা জড়াতে। সেই সমর্থকদের দেখা যায় ফ্রান্সের মানুষদের সাথে হাতাহাতিতে জড়াতে। যদিও নিরাপত্তাবাহিনী দ্রুত এসে সবাইকে মাঠ থেকে বের করে দেন, যার ফলে বিপত্তি বাড়েনি।
ইজরায়েলকে নিয়ে ইতিমধ্যেই ক্ষোভ-বিক্ষোভের পরিবেশ সৃষ্টি হয়েছে একাধিক দেশে। কূটনৈতিকগত দিক থেকে ইজরায়েলের নেতানিয়াহু সরকারের বিরোধিতায় মেতেছেন সকলে। এমনকি ক্রীড়াগত দিক থেকেও ইজরায়েলকে নিষিদ্ধ করার দাবি উঠেছে।