এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক: পার্থে ভারতীয় দলের প্রস্তুতি ম্যাচ শুরু হয়ে গিয়েছে। ভারতীয় দল নিজেদের মধ্যে দুটি ভাগে বিভক্ত হয়ে অনুশীলন ম্যাচ খেলছে। শুক্রবার এই ম্যাচে ব্যাটিং করার সময় চোট পেলেন কেএল রাহুল।
অস্ট্রেলিয়া সফরের শুরু থেকেই চোটের উদ্বেগ বাড়ছে ভারতীয় শিবিরে। বৃহস্পতিবার চোট পেয়েছিলেন সরফরাজ খান। শুক্রবার সেই তালিকায় যুক্ত হলেন কেএল রাহুল। রিপোর্ট অনুযায়ী, অনুশীলন ম্যাচে প্রসিদ্ধ কৃষ্ণার একটা শর্ট বল কেএল রাহুলের ডান হাতের কনুইয়ে লাগে। এরপরে ফিজিওর সাহায্য নিয়ে কিছুক্ষণের মধ্যেই নিজের ইনিংস পুনরায় শুরু করেন রাহুল। কিন্তু বেশিক্ষণ খেলা চালিয়ে যেতে পারেননি রাহুল। মাঠ ছাড়তে বাধ্য হন তিনি।
এরপরই রাহুলকে নিয়ে উদ্বেগ শুরু হয়, কারণ রোহিত না থাকলে যশস্বীর সঙ্গে ওপেন করতে পারেন রাহুল। তবে এই তারকা ছিটকে গেলে ফের সমস্যা বাড়তে পারে ভারতীয় শিবিরে। যদিও জানা গিয়েছে রাহুলের চোট গুরুতর নয়। বাড়তি সতর্কতা নিয়েই তাঁকে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়।