এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ১৯ বছরের অবসর জীবন কাটিয়ে আবারও বক্সিং রিংয়ে ফিরছেন কিংবদন্তি মাইক টাইসন। বয়স ৫৮ হলেও মনের তেজ এখনও সেই খেলোয়াড়ি জীবনের মতই সতেজ। তাই প্রতিপক্ষকে উস্কে দিতে এবার মঞ্চের উপর চড়ই মেরে বসলেন মাইক।
শনিবার ভারতীয় সময় অনুযায়ী ভোরবেলায় জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ব্যক্তিত্ব তথা বক্সার জেক পলের বিরুদ্ধে আবারও বক্সিংয়ে ফিরছেন মাইক টাইসন। তার আগে শুক্রবার দুই প্রতিপক্ষ একে অপরের সম্মুখীন হয়েছে। আর সেখানেই ঘটল বিপত্তি।
এক মহিলা সাংবাদিক মাইককে জিজ্ঞেস করেন যদি এই ম্যাচ হেরে যান, তাহলে কী হবে? এর জবাবে প্রথমে সাংবাদিকের উদ্দেশ্যে কটমট করে তাকান মাইক, তারপরেই পাশে দাঁড়ানো পলকে সটান চড় মারেন। তার পর বলে দেন, "কথা শেষ।"
সেই চড় খেয়েও দমে যাননি ২৭ বছর বয়সী জেক, পালটা তেড়ে যান মাইকের উদ্দেশ্যে। যদিও নিরাপত্তারক্ষীরা সঙ্গে সঙ্গে দুই প্রতিপক্ষকে ঘিরে ফেলেন।
যদিও এমন বিতর্ক নতুন নয় মাইক টাইসনের জন্য। ১৯৯৭ সালে ম্যাচ চলাকালীন প্রতিদ্বন্দ্বী ইভান্ডার হোলিফিল্ডের কান কামড়ে ছিঁড়ে নিয়েছিলেন টাইসন। ২০০৫ সালে অবসর নেওয়ার পরেও তেজ এতটুকুও কমেনি টাইসনের। ২০২২ সালে বিমানের এক সহযাত্রীকে মেরেছিলেন তিনি।