এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আমরা প্রায় প্রত্যেকেই নিজেদের স্কুলজীবনে ফুটবল খেলেছি, বল পায়ে উপভোগ করেছি নিজেদের শৈশব। পুরোনো দিনে স্কুলগুলির মধ্যেকার সেই প্রতিদ্বন্দ্বীতা দেখার মত ছিল। কিন্তু বড় হয়ে চাকরিতে ঢুকে গিয়ে সেই আহ্লাদের অবসান ঘটেছে। তবে সেই আহ্লাদ, সেই শৈশবকে ফিরিয়ে আনার বিশেষ উদ্যোগ নিল শ্রী অরোবিন্দ ইনস্টিটিউট অফ এডুকেশন প্রতিষ্ঠানের প্রাক্তনীদের সংগঠন।
শ্রী অরোবিন্দ ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যালামনি অ্যাসোসিয়েশনের উদ্যোগে আগামী রবিবার অর্থাৎ ১৭ নভেম্বর আয়োজিত হতে চলেছে অ্যালামনাস কাপ ২০২৪। অ্যালামনাস কাপের এটি তৃতীয় সংস্করণ, যা হবে নিউটাউনের এনকেডিএ ফুটবল স্টেডিয়ামে। এবারের সংস্করণে এই প্রতিযোগিতার কো-স্পনসর হিসেবে জুড়বে এক্সট্রা টাইম বাংলা।
মোট ১২টি দল খেলবে এবারের প্রতিযোগিতায়। বিভিন্ন স্কুলের প্রাক্তনীরা দল তৈরি করে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। এক দিনের এই প্রতিযোগিতা সকাল ৯টায় উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে শুরু হবে।
আয়োজক শ্রী অরোবিন্দ ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যালামনি অ্যাসোসিয়েশনের সাথে এই প্রতিযোগিতায় যারা অংশ নেবে, তারা হল -