এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক: অবশেষে সেই ভিডিও এল, যা কিছুদিন আগে কলকাতার ইডেন গার্ডেন্সে গোপনে শুটিং করেছিলেন ভারতীয় দলের হেড কোচ গৌতম গম্ভীর। কলকাতা নাইট রাইডার্সকে বিদায়ের মুহূর্তে আবেগঘন বার্তা দিয়ে গেলেন গৌতম গম্ভীর। কাঁদিয়ে দিয়ে গেলেন কেকেআর ভক্তদের, যারা তাঁকে ঘিরেই যাবতীয় স্বপ্ন দেখেছিলেন। বিশেষ ভিডিও বার্তায় কলকাতা নাইট রাইডার্সের বিদায়ী মেন্টর তথা ভারতীয় ক্রিকেট দলের হেড কোচ গৌতম গম্ভীর বলে গেলেন, "কলকাতা আমি তোমাদেরই লোক। এতদিন যেটা বেগুনি রংয়ের জন্য করতাম। সেটা এবার নীল রংয়ের জার্সির হয়ে করার সময় এসেছে। সময় এসেছে জাতীয় পতাকার জন্য নিজের সবটা উজাড় করে দেওয়ার।”
এই ভিডিওয়ে তিনি নাইট সমর্থকদের জন্য আরও বললেন, “তোমরা হাসলেই আমি হাসি। তোমাদের কান্নাতেই আমার কান্না। তোমরা জিতলে আমি জিতি, তোমাদের হার, আমারও হার। আমরা একসঙ্গে স্বপ্ন দেখি। যা কিছু অর্জন করি একসঙ্গে করি। আমাদের বিশ্বাস এক, সেটাকে বাস্তবায়িত করাটাও একসঙ্গে। কলকাতা আমি তোমাদেরই একজন।”
গম্ভীরের বার্তা, “প্রত্যাখ্যান আমাকে দমিয়ে রাখে। হার আমিও দেখেছি। আঘাত আমিও পেয়েছি। কিন্তু তোমাদের ভালোবাসায় আমি অপরাজিত। কলকাতা আমরা একটাই টিম। কিন্তু এবার সময় এসেছে আমাদের একসঙ্গে ইতিহাস তৈরি করার। তবে সেটা আর বেগুনি রঙে নয়, নীল রঙে। সম্মানীয় জাতীয় পতাকার জন্য। তাই আজ বিদায় আসন্ন। কিন্তু একে অপরের কাছে আজ আমরা প্রতিজ্ঞা করে যাব, আমরা কখনও আলাদা হাঁটব না। হাতে হাত রেখে পথ চলব। সবটাই ভারতের জন্য।”