এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ সাম্প্রতিক সময় এমন সাদামাটা বড় ম্যাচ দেখেননি বাংলার ফুটবল ভক্তরা। লিগ টেবিলের দ্বাদশ এবং ত্রয়োদশ স্থানে থাকলেও বাংলার দুই বড় ক্লাব মহামেডান বনাম ইস্টবেঙ্গল ম্যাচে ভালো ফুটবলের আশাতেই খেলা দেখতে হাজার ২৫ সমর্থক মাঠে এসেছিলেন। কিন্তু ভালো ফুটবল নয় কলকাতা ডার্বিতে দেখা গেল ভিন্ন দৃশ্য ১ মিনিটের ব্যবধানে ২ টি লাল কার্ড দেখে ইস্টবেঙ্গল দল ৯ জনে পুরো ম্যাচ খেলে আটকে দিল মহামেডানকে। চলতি আইএসএলের প্রথম পয়েন্ট পেল ইস্টবেঙ্গল। তবে আইএসএলে জয়ের সরণীতে ফিরতে এখনও না পারলেও সমর্থকদের ভালোবাসাই পেলেন হিজাজি-দিয়ামান্তাকোসরা। ০-০ ফলাফলে শেষ হয় ম্যাচ।
ম্যাচের শুরু থেকেই অনেক বেশি রক্ষণাত্মক ফুটবল খেলতে দেখা যায়। আলেক্সিস, ফ্রাঙ্কাদের নিজেদের বক্সের কাছাকাছি আসার সুযোগ দিচ্ছিলেন হিজাজি-আনোয়াররা। ম্যাচের প্রথম ১৫-২০ মিনিট একচেটিয়া আক্রমণ করে মহামেডান। যদিও গোলের রাস্তা খুঁজে পাননি আলেক্সিসরা। বরং পালটা আক্রমণে গোলের খুব কাছে পৌঁছে যায় ইস্টবেঙ্গল। দিমিত্রিওসকে বক্সের ঠিক বাইরে ফাউল করে মহামেডানের রক্ষণভাগ। পেনাল্টির আবেদন করলেও ইস্টবেঙ্গল ফুটবলারদের আবেদন নাকচ করেন রেফারি হরিশ কুন্ডু।
যদিও এই ম্যাচের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনাটি ঘটে প্রথমার্ধের ২৯ মিনিটে। মহামেডানের অমরজিত সিং ইস্টবেঙ্গলের নন্দকুমারকে ফাউল করেন। তার উত্তরে নন্দকুমারও হাত চালান। রেফারি অমরজিতকে হলুদ কার্ড দেখালেও নন্দকুমারকে সরাসরি লাল কার্ড দেখান। এরপরেই উত্তপ্ত হয়ে ওঠে যুবভারতীর গ্যালারি। নন্দ মাঠ ছেড়ে বেরিয়ে যাওয়ার পরের মিনিটেই বোতলে লাথি মেরে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন ইস্টবেঙ্গলের আরেক উইঙ্গার মহেশ নাওরেম সিং। ফলে দুই উইঙ্গারকে হারিয়ে ৯ জনে বাকি ম্যাচ খেলতে হয় লাল-হলুদ ব্রিগেডকে।
দুইজনের অ্যাডভান্টেজ পেয়েও কাজে লাগাতে চূড়ান্ত ব্যর্থ আন্দ্রে চের্নিশভের দল। দুটি লাল কার্ডের আগে পর্যন্ত যেটুকু আক্রমণও করছিল মহামেডান ৯ জনের ইস্টবেঙ্গলকে পেয়েও সেই আক্রমণ করতে দেখা যায়নি মহামেডানকে।
দ্বিতীয়ার্ধের শুরুর আগে আলেক্সিসকে তুলে নেন চের্নিশভ। মহামেডানের আক্রমণের ধার আরও কমে যায়। যদিও বেশ কিছু গোলমুখি আক্রমণ করে সাদাকালো ব্রিগেড কিন্তু সহজ গোলের সুযোগ নষ্টের নিদর্শন দেখা যায় মুহুর্মুহু।
অন্যদিকে প্রায় ৭৫ মিনিট নয় জনে খেলেও নিজেদের লড়াই বাঁচিয়ে রাখল ইস্টবেঙ্গল দল। ০-০ ফলাফলে শেষ হয় ম্যাচ। ২০২৪ আইএসএলে প্রথম পয়েন্ট ছিনিয়ে নিল ইস্টবেঙ্গল।