এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : একেই ভারতীয় ফুটবলের অবস্থা ক্রমশই সঙ্গীন হয়ে উঠছে, তার মধ্যেই উঠে এল বড়সড় অভিযোগ। খোদ সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের এক কর্তার বিরুদ্ধে উঠে এসেছে বড়সড় অভিযোগ, তিনি নাকি মদ্যপ অবস্থায় মহিলা ফুটবলারদের ঘরে ঢুকে তাদের হেনস্থা করেছেন।
সেই কর্তার নাম দীপক শর্মা, যিনি হিমাচল প্রদেশ ফুটবল অ্যাসোসিয়েশনের সাধারণ সচিব এবং সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের কার্যকরী কমিটির সদস্য। দীপক খাদ এফসি নামের একটি ফুটবল দলের সাথে যুক্ত রয়েছে, সেই দলের দুই মহিলা ফুটবলারই এনেছেন এই অভিযোগ।
অভিযোগকারী পলক শর্মা জানিয়েছেন, গোয়ায় খেলতে যাওয়ার সময়ে এমন ঘটনা ঘটেছে। রাত ১১টায় তাদের ডেকে এনে মদ্যপ অবস্থায় গালিগালাজ করেন দীপক। এরপর যখন পলক ও তার সতীর্থ তাদের ঘরে ফেরেন, সেই সময়ে ঘরে ঢুকে পড়েন দীপকও। আর তারপরেই পলকের সাথে শারীরিক নিগ্রহ করেন দীপক। সেই সময়ে পলকের সতীর্থ বাধা দেওয়ায় বেরিয়ে যান দীপক। সঙ্গে সঙ্গে ফেডারেশনে অভিযোগ জানান পলক ও তার সতীর্থ।
ফেডারেশনের তরফ থেকে দীপক শর্মাকে জানানো হয়েছে, মহিলা ফুটবলারদের কোনও ক্ষতি করবেন না, এই মর্মে ক্ষমাপ্রার্থনা করে চিঠি দিতে হবে তাকে। এদিকে অভিযোগ উঠছে, দীপক শর্মার স্ত্রী নন্দিতা সেই দুই ফুটবলারকে হুমকি দিয়েছেন অভিযোগ তুলে নেওয়ার জন্য। বলা বাহুল্য, খাদ এফসির ম্যানেজার নন্দিতা। ফলে ফেডারেশনের তরফ থেকে সহায়তা মিললেও এখনও আতঙ্কে রয়েছেন পলকরা।