এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : চলতি কোপায় দারুণ ছন্দে রয়েছে আর্জেন্টিনা। একের পর এক জয়, আর সেমি ফাইনালে পেনাল্টি শুটআউটে রোমাঞ্চকর জয় হাসিল করে ফাইনালে উঠেছে মেসিরা। কিন্তু এবার সামনে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল, যারা গতবারের কোপা চ্যাম্পিয়ন এবং এবারও নিজেদের মাঠে ফাইনাল খেলবে তারা।
তবে আর্জেন্টিনার স্মরণে থাকবে গত কোপা আমেরিকার সেমি ফাইনালের কথা, যেখানে সেমি ফাইনালে ২-০ গোলে হারে ব্রাজিলের কাছে। আর সেই ম্যাচের পর অধিনায়ক লিওনেল মেসি ব্রাজিলের প্রতি সুবিধা দেখানোর অভিযোগ এনেছিলেন আয়োজক কনমেবলের বিরুদ্ধে। যার জন্য জরিমানা ও নির্বাসনের শাস্তি দেওয়া হয়েছিল মেসিকে। যার জেরে এই ম্যাচকে আর্জেন্টাইন সমর্থকরা প্রতিশোধের ম্যাচ হিসেবে গণ্য করছেন।
কিন্তু ফাইনালের এই মহাযুদ্ধকে প্রতিশোধ বলে মানছেন না আর্জেন্টিনার হেড কোচ লিওনেল স্কালোনি। ম্যাচের আগে সাংবাদিক বৈঠকে স্কালোনি বলেছেন, "আমি প্রতিশোধে বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি যে কাজ আমরা করেছি, আর যে প্রকল্প নিয়ে আমরা এসেছি।"
"অবশ্যই, আগামীকাল সব কিছু শেষ হয়ে আসবে, এটি একটি ফাইনাল। আমরা আমাদের চিরপ্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে খেলব আর আমি আশা করব এটি ভালো খেলা হবে আর মানুষ উপভোগ করতে পারবে। গোটা বিশ্ব সব কিছু থামিয়ে এটি দেখবে। কিন্তু এতে কোনও প্রতিশোধের বিষয় নেই।"
এদিকে ১৯৯৩ সালের পর থেকে কোপা আমেরিকা জেতেনি আর্জেন্টিনা, যার মধ্যে ব্রাজিল পাঁচবার এই খেতাব জিতে গিয়েছে। এছাড়া দেশের অধিনায়ক লিওনেল মেসি এখনও অবধি আর্জেন্টিনার হয়ে আন্তর্জাতিক খেতাব জিততে পারেননি। যদিও লিওনেল স্কালোনি এই তথ্যগুলিকে মাথায় রাখছেন না। বরং ঠান্ডা মাথায় এর জবাব দিয়েছেন।
স্কালোনি বলেছেন, "জিতুক বা হারুক, ও (মেসি) সর্বকালের সেরা ফুটবলার হয়েই থাকবে, ওকে কোনও ট্রফি জিতে তার প্রমাণ দেখাতে হবে না। অবশ্যই আমরা আমাদের জন্য জিততে চাই, মানুষের জন্য এবং আমাদের জন্য যারা এক সাথে এই বলয়ের মধ্যে রয়েছেন।"
শেষে আর্জেন্টিনার হেডস্যার বলেছেন, "এটি একটি ফাইনাল এবং সকলেই জানে এর অর্থ। আপনাকে এগুলি খেলোয়াড়দের সামনে বারবার বলতে হবে না। অন্যদিকে, আমরা গত দেড় বছর ধরে দেখে এসেছি যে, ফুটবল কখনও কখনও পিছনে পড়ে যায়, মূল বিষয় হয়ে ওঠে সেই ৯০ মিনিট, কিন্তু ওরা জানে যে এর পরেও জীবন চলতে থাকবে।"