আইপিএলের পর এই জনপ্রিয় লিগ থেকেও ঘাড়ধাক্কা খেলেন পাকিস্তানের ক্রিকেটাররা

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : পাকিস্তানের ক্রিকেটারদের জন্য দীর্ঘদিন ধরেই নিজেদের দরজা বন্ধ করে রেখেছিল আইপিএল, এবার এই জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগ থেকেও কার্যত ঘাড়ধাক্কা খেলেন রিজওয়ান-শাহিনরা। ইংল্যান্ডের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগ দ্য হান্ড্রেডে ডাক পেলেন না একজনও পাকিস্তানের ক্রিকেটার।
এবারের হান্ড্রেডস লিগের নিলামে প্রায় ৫০ জন পাকিস্তানের ক্রিকেটার নাম তুলেছিলেন। কিন্তু একজনও ক্রিকেটারকে দলে নেননি কোনও ফ্র্যাঞ্চাইজি। যদিও এর পিছনে রয়েছে বিশেষ কারণ। সদ্য হান্ড্রেডস লিগে একাধিক ফ্র্যাঞ্চাইজির মালিকানা স্বত্ত্ব নিয়েছে আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলি। ম্যাঞ্চেস্টার অরিজিনালসের অংশীদারিত্ব পেয়েছে সঞ্জীব গোয়েঙ্কার আরপিএসজি গ্রুপ। মুম্বাই ইন্ডিয়ান্সের স্বত্ব রয়েছে ওভাল ইনভিনসিবলসে, সানরাইজার্স হায়দরাবাদের স্বত্ব রয়েছে নর্দার্ন সুপারচার্জার্সে এবং দিল্লি ক্যাপিটালসের মালিকানা স্বত্ব রয়েছে সাদার্ন ব্রেভ দলে।
ফলে অনেকে মনে করছেন, আইপিএল মালিকদের অনীহাতেই পাকিস্তানের ক্রিকেটাররা সুযোগ পাননি। যদিও আরও একটি কারণ উঠে আসছে। হান্ড্রেড লিগ চলার সময়ে পাকিস্তানের জাতীয় দলের খেলা রয়েছে, ফলে সূচির সমস্যা থাকতে পারে। যার ফলে পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফ থেকে নো অবজেকশন সার্টিফিকেট পেতে অসুবিধা হতে পারে। তাই সম্ভবত ডাক পাননি পাকিস্তানের কোনও ক্রিকেটার।