কেকেআর দল গড়তে গম্ভীরকে ফোন করতেন ব্রাভো

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ ২০২৪ আইপিএল চ্যাম্পিয়ন কেকেআর দলে নতুন মরসুমে বেশ কিছু পরিবর্তন এসেছে। নতুন অধিনায়ক, সহ অধিনায়ক সহ দলে নতুন মেন্টরও এসেছেন। কেকেআরের দায়িত্ব নিয়ে আইপিএল জেতানো মেন্টর গম্ভীর বর্তমানে ভারতীয় ক্রিকেট দলের কোচ। নতুন দায়িত্ব নিয়ে প্রথমবার সাংবাদিক সম্মেলনে নিজের বক্তব্য রাখলেন নাইটদের নতুন মেন্টর ডিজে ব্রাভো।
কেকেআর দলে গম্ভীর মেন্টর ছিলেন, তিনি নতুন মেন্টর, একই স্ট্র্যাটেজি না আলাদা স্ট্র্যাটেজি সাজাচ্ছেন ব্রাভো? উত্তরে বলেন, "আমি মনে করি কোর দল ধরে রাখা হয়েছে। আমাদের দায়িত্ব ছিল নিলামে খেলোয়াড়দের ধরে রাখা, কিছু ক্রিকেটারদের ধরে রাখতে পারিনি। জিজির (গৌতম গম্ভীর) আলাদা স্টাইল ছিল আমার আলাদা। আমি ওনাকে অনেকবার ম্যাসেজে কথা বলেছি। কেকেআরে সফলতার একটি ফরমুলা আছে। আমাদের সেই ফরমুলা অনুসরণ করতে হবে।"
তিনি ক্রিকেটার, মেন্টরের পাশাপাশি একজন জনপ্রিয় গায়ক। তাঁর চ্যাম্পিয়ন গানে মজে থাকেন সকলে। কেকেআরের জন্য কি নতুন গান গাইবেন? ব্রাভো বলেন,"আশা করি কিন্তু এখনই না। ভবিষ্যতে ভেবে দেখব।"
এছাড়াও কেকেআর মালিক শাহরুখ খানের প্রশংসা করে ব্রাভো বলেন, "মালিক হিসেবে শাহরুখ কে পাওয়া ভাগ্যের। ত্রিনিদাদে তিনি দল কেনার পর আমি খুব খুশি হয়েছিলাম৷"