পাকিস্তানী না হয়েও আইপিএল খেলা থেকে নির্বাসিত হলেন এই দুর্ধর্ষ ক্রিকেটার

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : এত দিন আইপিএল খেলতে পারতেন না পাকিস্তানের ক্রিকেটাররা। তবে এবার পাকিস্তানের বাইরেও একজন ক্রিকেটারকে নির্বাসিত করল আইপিএল, যিনি এই মুহুর্তে টি২০ ক্রিকেটে বেশ বড় নাম। তিনি হলেন ইংল্যান্ডের হ্যারি ব্রুক। ডানহাতি এই ব্যাটারকে আগামী ২ বছরের জন্যঁ আইপিএল থেকে নিবার্সিত করা হয়েছে।
পারিবারিক কারণের জন্য এই বছরের আইপিএল থেকে সরে এসেছিলেন ব্রুক। তবে এই বছরে নয়, গত বছরের আইপিএলেও নিজেকে সরিয়ে নিয়েছিলেন। যার ফলে তাকে নির্বাসিত করা হয়েছে। সম্প্রতি বিসিসিআই একটি নির্দেশিকা জারি করেছে, যেখানে আইপিএল নিলামে বিক্রি হওয়ার পর যদি কোনও ক্রিকেটার প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ান, তাহলে তাকে আগামী দুই মরশুমের জন্য নির্বাসিত করা হবে।
সদ্য মেগা নিলামে ব্রুককে ৬.২৫ কোটি টাকায় কিনেছিল দিল্লি ক্যাপিটালস। কিন্তু তার দিদার মৃত্যুর কারণে আসন্ন আইপিএল থেকে সরে দাঁড়ান ব্রুক। এর জন্য দিল্লি ক্যাপিটালসের সমর্থকদের কাছে ক্ষমা চান ব্রুক।