তিন ম্যাচ পর মাঠে নেমে গোল করলেন লিওনেল মেসি, চিনিয়ে দিলেন নিজের জাত

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : চোটের জন্য ইন্টার মায়ামির হয়ে গত তিনটি ম্যাচে খেলেননি লিওনেল মেসি। কিন্তু মাঠে নেমেই বুঝিয়ে দিলেন, কেন তিনি সর্বকালের অন্যতম সেরা। কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপে জামাইকার দল কাভালিয়ারের বিরুদ্ধে দ্বিতীয় লেগে গোল করেছেন মেসি, জেতালেন মায়ামিকে।
মেসির গোলের সুবাদে কাভালিয়েরকে ২-০ গোলে হারাল ইন্টার মায়ামি, দুই লেগ মিলিয়ে ৪-০ গোলে জিতে কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপের কোয়ার্টার ফাইনালে উঠল মায়ামি। নিজের কেরিয়ারে প্রথমবার জামাইকায় খেললেন মেসি, আর সেই কারণে এই ম্যাচকে ঘিরে উন্মাদনা ছিল চরমে। শুধুমাত্র মেসির জন্য কাভালিয়ারের ৩ হাজার আসনবিশিষ্ট স্টেডিয়াম থেকে ম্যাচ সরে যায় ৩৫ হাজার আসনবিশিষ্ট ন্যাশনাল স্টেডিয়ামে।
পেনাল্টি থেকে গোল করে মায়ামিকে এগিয়ে দিয়েছিলেন লুই সুয়ারেজ। যদিও শুরু থেকে মেসিকে খেলাননি মায়ামির হেড কোচ জাভিয়ের মাসচেরানো। ৫৩ মিনিটে সুয়ারেজের জায়গায় মেসিকে নামান তিনি। কিন্তু মেসির গোল না দেখতে পেয়ে যখন মাঠ ছাড়ছিলেন সমর্থকরা, ম্যাচের সংযুক্তি সময়ে গোল করেন লিও।