এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : গতবার অল্পের জন্য খেতাব হাতছাড়া করেছিল এটিকে মোহনবাগান। ফলে এবার সেই খেতাব জিততে মরিয়া সবুজ-মেরুণ ব্রিগেড। ইতিমধ্যে গোয়ায় আন্তোনিও হাবাসের অধীনে প্রস্তুতি শুরু করেছে এটিকে মোহনবাগান। তবে এরই মাঝে কিছু সমস্যা এসে হাজির হয়েছে সবুজ-মেরুণ সংসারে।
বিভিন্ন মহল থেকে শোনা যাচ্ছে, এটিকে মোহনবাগানের টিম হোটেল ছাড়তে চলেছেন তারকা ফরোয়ার্ড রয় কৃষ্ণা। অন্তঃসত্ত্বা স্ত্রী নাদিয়ার জন্য এই সিদ্ধান্ত নিয়েছেন রয়, এমনটাই শোনা যাচ্ছে। যদিও এখনও অবধি চুড়ান্ত কিছুই হয়নি।
এদিকে হোটেল পরিবর্তন করলে জৈব বলয় ভাঙবেন রয় কৃষ্ণা, সে বিষয়টি নিয়ে চিন্তায় এটিকে মোহনবাগান। এই কারণে ফিজির এই ফরোয়ার্ডকে মানানোর চেষ্টা করছে টিম ম্যানেজমেন্ট। স্ত্রীয়ের জন্য সমস্ত রকমের সুবিধা প্রদানের কোনও অভাব রাখছে না ফ্র্যাঞ্চাইজি, তবুও কেন হোটেল পাল্টাতে চাইছেন রয়, সে নিয়ে সন্দিহান অনেকেই।